12-06-2023, 01:28 PM
(This post was last modified: 12-06-2023, 01:30 PM by Monen2000. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-06-2023, 01:24 PM)ratayani Wrote: খুব সুন্দর এগোচ্ছে গল্প। এই গল্পটা একবার প্রতিলিপিতে দিয়ে দেখুন। পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম। এই সাইটে ইরোটিকা পড়তে এসে যে এরকম একটা টান টান নন-ইরোটিকা থ্রিলার পেয়ে যাব কখনো ভাবতেই পারিনি। তবে এই গল্পের নায়ক যে একেবারে সাধু পুরুষটি হয়ে উঠল। এর আগের গল্পে এসিজি তাও এর তার সঙ্গে ঝুলে পরছিল। আর সবাইকে একই ধরণের ড্রেস কেন পরাচ্ছেন? মানছি আপনার কালো ফুল হাতা শার্ট, অল্প হাতা গুটানো পরতে ভালো লাগে। আর আমাদের নায়কদের শার্টলেস দেখতেই ভালো লাগে। তবুও ড্রেস কোডটা একটু চেঞ্জ করুন। একবার অন্ততঃ অনিকেত একটু জমকালো অন্য কিছু পরুক। অথবা রঙিন জামাকাপড়। কি বিধবাদের মত একবার সাদা একবার কালো :P
প্রথমেই ধন্যবাদ জানাই

ড্রেস কোডে চেঞ্জ আছে তো, কখনো শার্ট তো কখনো পাঞ্জাবি।

আগের গল্পগুলো অন্য টাইপের ছিল ওখানে গল্পের প্রয়োজনে অন্য যার তার সঙ্গে ঝুলে পরার দরকার ছিল এখানে সেটা নেই। এখানের নায়কের চরিত্র আলাদা।

I'm the King of Dark
&
I rule over all Devils

