11-06-2023, 06:10 PM
(11-06-2023, 05:24 PM)Sanjay Sen Wrote: একে বুম্বাতে রক্ষে নেই, তার উপর বাবান দোসর। অংক শেখার এবং শেখানোর যে পদ্ধতি দেখালেন, সেগুলো পড়েই মাথায় ইয়ে উঠে গেল গুরু। না মানে, মাথায় অংকের প্রবলেমগুলো উঠে যাওয়ার কথাই বলছি এরপরে কি হতে চলেছে বা এর আগে কি হয়েছিল, এগুলো নিজের কল্পনাতে ভেবে নেওয়ার ফলে - এই ছোট ছোট অনু গল্পগুলোই কিন্তু মনে বেশি উত্তেজনা জাগায়। দু-একটা জায়গায় বানানের গোলমাল আছে, সেগুলো ঠিক করে নিলে আরো ফাটাফাটি হবে। সব মিলিয়ে
অনেক ধন্যবাদ ❤
হ্যা ঠিকই। এই ছোট অনু গপ্পো গুলোর একটা আলাদা মজা আছে। যাইহোক আপনার মনে হয় আমার ঠিক এর আগের গল্পটায় চোখ পড়েনি। ওটার কাছে এটা কিছুই নয়। পারলে ওটাতেও চক্ষুদান করবেন। আশা করি ভালোলাগবে।