11-06-2023, 12:29 PM
(11-06-2023, 09:14 AM)Bumba_1 Wrote: আপনারা দু'জনে নন্দনা দেবীকে ভবিষ্যতে আলাদা আলাদা রূপে দেখতে চেয়েছেন। একজন চেয়েছেন .. এরপরে নন্দনা যেন অতিমাত্রায় উশৃঙ্খল জীবনযাপন করে, সর্বদা উত্তেজক পোশাক পড়ে থাকে, স্বামী এবং সন্তানের উপর অত্যাচার করে। আরেকজন চাইছেন .. নন্দনার এই সতীলক্ষ্মী এবং লাজুক ভাবটা যেন সর্বদা বজায় থাকে।
দু'জনের উদ্দেশ্যেই বলি .. আমার প্রতিটি উপন্যাসের ক্ষেত্রে সেখানে উপস্থিত চরিত্রগুলি আমি সৃষ্টি করলেও, পরবর্তীতে বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সঙ্গে তারা নিজেরাই রিঅ্যাক্ট করতে শুরু করে দেয়। তখন পুরোটাই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক্ষেত্রেও সেটাই ঘটতে চলেছে .. দেখা যাক কি হয় ভবিষ্যতে। তবে বরাবরের মতোই আপনাদের মনোরঞ্জনে যে কোনো ঘাটতি থাকবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত।
Need both ... Soti pona o thakbe abar slutty dominatrix o hobe.... Soti hobe tantrik bipul er samne aar dominatrix hobe tar husband and son er samne...