11-06-2023, 07:00 AM
(This post was last modified: 11-06-2023, 07:01 AM by টিক্সি. Edited 1 time in total. Edited 1 time in total.)
গল্পটির শেষ পর্বটি পড়ে আমার প্রথম প্রতিক্রিয়া ছিলো - 'লেখক মহোদয়, এটা কি করলেন, দুজনার আর কখনো দেখা হবে না? আর কখনো দুজনে একত্র হয়ে মিলিত হবে না? আপনি নিশ্চই ঠাট্টা করছেন, আমাদের মতন পাঠকদের মন নিয়ে খেলা করছেন।' কিন্তু তারপর একটু শান্ত হয়ে, ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায়, সত্যিই গল্পটি খুব সুন্দর ভাবে শেষ হয়েছে।
চড়ুই পাখি পোষ মানে না, কারো বাড়িতে স্থায়ী হয়ে থাকে না। ক্ষনিকের জন্য হয়তো ঘরে ঢোকে, আবার উড়ে চলে যায়। শুধু আশা করা যায়, যখন উড়ে চলে যায়, তখন হয়তো কিছু স্মৃতি সে রেখে যায় আর কিছু স্মৃতি সে তার সঙ্গে নিয়ে যায়। এক কথায় গল্পটি অপূর্ব সুন্দর, 'EXCELLENT'.
চড়ুই পাখি পোষ মানে না, কারো বাড়িতে স্থায়ী হয়ে থাকে না। ক্ষনিকের জন্য হয়তো ঘরে ঢোকে, আবার উড়ে চলে যায়। শুধু আশা করা যায়, যখন উড়ে চলে যায়, তখন হয়তো কিছু স্মৃতি সে রেখে যায় আর কিছু স্মৃতি সে তার সঙ্গে নিয়ে যায়। এক কথায় গল্পটি অপূর্ব সুন্দর, 'EXCELLENT'.