11-06-2023, 01:58 AM
(10-06-2023, 08:07 PM)মহাকবি গাণ্ডুদেব Wrote: অনেকদিন হলো এই ফোরামে আসা। বহু থ্রেড পড়েছি কিন্তু এমন সুন্দর থ্রেড কোথাও দেখিনি। এখন সবাই এত ধানাইপানাই করে লেখে যে চটি পড়ছি না অন্য কিছু বোঝাই যায় না। কেউ চটি নিয়ে ডিটেকটিভ লিখছে তো কেউ ভূতের আমদানি করছে। দুদিন পর খেই হারিয়ে বেপাত্তা হয়ে যাচ্ছে, পাঠক আর বুঝে উঠতে পারছে না গল্পের গঙ্গা মা পদ্মায় বয়ে গেল নাকি বৈতরণীর দুয়ারে কড়া নাড়ল! তাতেই সব ধন্য ধন্য করছে। কেউ শরদিন্দুকে খুঁজে পাচ্ছে, কেউ আবার ফেলুদাকে সাক্ষাৎ করতে পারছে কেউ তো প্রশংসা করতে গিয়ে দুপাতার উপন্যাস লিখে দিচ্ছে কেউ আবার মহাকাব্যের ছায়া দেখছে, কারো মতে সর্বকালের শ্রেষ্ঠ লেখা সেটা জেনে কেউ আবার মিষ্টি খাওয়াতে বলছে! আর লেখক চারমাস পর পর দু লাইন লিখছে আর বলছে রেপুটেশন দিন অমুক দিন, ভাল লাগলে হ্যান করুন ত্যান করুন। এইবারে অমুক গল্পে অমুক দৃশ্য আনব। তমুক ভাষায় লিখে দেব। এই নিন দুলাইন পদ্য! জগৎ শুনে আহ্লাদে আত্মহারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে বাকি শুধু।