10-06-2023, 10:43 PM
(10-06-2023, 04:29 PM)Somnaath Wrote: অর্পিতা মুখার্জী নামটা এখন একটা বিশেষ কারণে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। যাক সে কথা, শেষটা খুব সুন্দরভাবে হলো। ভবিষ্যতে আপনার কাছ থেকে এইরকম আরও ভালো ভালো গল্পের আশা রাখি। বরাবরের মতোই এবারেও লাইক আর রেপু রইলো।
প্রথমত, আপনাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষাই নেই। আপনি সবসময় সাথে থেকে আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন এবং তার জন্য আমি আপনাকে শুধু একটা ধন্যবাদ মাত্র জানাতে পারি।
দ্বিতীয়ত, আমি প্রবাসী বাঙালি, পশ্চিমবঙ্গের বাইরে থাকি। তাই বেশিরভাগ ওখানকার খবর বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত খবর অতটা follow করি না। তাও আপনি বলার পরে খোঁজ খবর নিলাম। যাক, নামটা মিলে যাওয়াটা একটা co-incidence.
মাঝে মাঝে গল্প লিখি, আপনাদের যদি গল্প লিখে আনন্দ দিতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি। এই গল্পটা আপনার ভালো লেগেছে যেনে খুব ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আপনাকে সাথে পাবো। আবার জানাই আমার আন্তরিক ধন্যবাদ।