10-06-2023, 01:59 PM
(09-06-2023, 11:15 PM)ratayani Wrote: আমি এই ফোরামে একদম নতুন। প্রথম আপনার এই গল্পটাতেই কমেন্ট করছি। আপনার লেখাটা ভীষণরকম টান টান। লড়াই-এর পার্টগুলোও খুব ভালো। এই গল্প আপনি সাধারণ কোনও গল্প লেখার ফোরামে অথবা ফেসবুকে কেন দিলেন না সেটাই অবাক কান্ড।ধন্যবাদ।
যদিও লেখাটা অনেক দিন আগের , তবুও যে জায়গাগুলোও মন খুঁত খুঁত করছে সেইটুকু বলি । (দু একজন আগেই কিছু জায়গা পয়েন্ট আউট করেছিলেন সেগুলো আর বলছি না।)
১) অভয় ছোটবেলায় মেল প্রস্টিটিউটের কাজ করেছে সেটা একরকম, কিন্তু পরবর্তীকালে সে যখন ঐ শহরে ফিরে এল তখন বিদিশার সঙ্গে ঐ সেক্স সিনটা একদম উলটো পানে ছুটেছে। বিশেষ করে বিদিশা যখন পরের দিকে আমিরের প্রেমেই পড়ল। ঐ সেক্স সিনটা অনায়াসে আমিরের সঙ্গেই হতে পারত। (তখন হয়তো আপনি ভাবেননি ওকে আমিরের সঙ্গে মিলিয়ে দেবেন।)
২) আমির আর বিদিশার আরও খানিকটা রোমান্টিক পার্ট থাকলে খুব ভাল লাগত। ঠিক যেমন অমিয় আর বৃষ্টিরটা মিলিয়েছেন।
৩) অভয়ের বদলে আমির যদি রকির সঙ্গে লড়াই করত তাহলে হেভিলি জমত ব্যাপারটা। সবকিছু হিরোই কেন করবে। হিরোর সঙ্গীদেরও একটু সুযোগ দেওয়া উচিত।
৪) অভয়ের ছোটবেলার কন্ডিশন (বাবার মৃত্যু/ মেল প্রস্টিটিউট প্রফেশন) থেকে কোনও তৈরি হওয়া ট্রমা। আর যদি বীরেনবাবু সেটাকে ইউজ করত অভয়ের উপরে তাহলে হেভি জমত। নয়তো শেষের দিকটা শুধুই মারপিট মারপিট মারপিট হয়ে গেল।
এটা একটা অসাধারণ উপন্যাস। আপনি যে হাল না ছেড়ে উপন্যাসটা শেষ করেছেন এটাই সবথেকে বড় কথা। উপন্যাসটাকে রিরাইট করুন। এবং কোনও ম্যাগাজিনে/ লেখার ফোরামে পাঠান।
একটাই প্রশ্ন এটা কত শব্দের উপন্যাস?
পয়েন্টগুলো ভালো ধরেছেন।
সত্যি কথা এটা লেখার আগে অনেকগুলো দিক মাথায় ছিল যেটা নিয়ে এগোনো যেত, কিন্তু লেখার সময় যেটা মাথায় এসেছে সেটা নিয়েই এগিয়েছি তাই কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে।
সেরকমই কিছু পয়েন্ট মিস করে গেছি।
কত শব্দের উপন্যাস সেটা আমার নিজেরও ঠিক খেয়াল নেই।
এটা রিরাইট করবো কি না এখনো ঠিক করিনি।
দেখা যাক।
I'm the King of Dark
&
I rule over all Devils