09-06-2023, 07:26 AM
আপনার লেখার নিয়মিত ও গুণমুগ্ধ পাঠক হিসেবে ইদানিং আমার অনুযোগ যে এই লেখাটার এতগুলো Layer তৈরি করেও আপনি এই পর্যায়ে যেন তাড়াহুড়ো করে Close করার দিকে মন দিয়েছেন I ১) দীপশিখার অতীত হিসেবে ঠিক কোন সংকটে তাঁর ত্যায্যপুত্রী হতে হলো, কবে নাগাদ আর কি পরিস্থিতে কামাল চৌধুরীকে সম্পর্কে প্রশ্রয় দিয়ে বিয়ের কথা ভাবতে শুরু করেন, এই বিষয়গুলোর ধোঁয়াশা রয়েই গেলো ; ২) লিখেছেন, 'পাঞ্চালি সুখকে অনেক আকারে ইঙ্গিতে নিজের ভালোবাসার প্রকাশ করেছিল' - কৈ ছাত্রজীবনে শুধু দুটো সাক্ষাতের কথা পাঠকরা জেনেছে, যার শেষটায় মধুর মনোমালিন্যটাই প্রকাশ পেয়েছে, প্রেমের আবেদন ঠিক নয়; আর সেটাই তাদের শেষ দেখা I মা বেঁচে থাকাকালীন সুখো বেশ কিছদিন গ্রামেই থাকতো, কেন পাঞ্চালি তখন তার যোগাযোগ করলো না? ৩) দীপশিখা হঠাৎ কেন ক্ষেপে উঠলো সুখোর বিয়ের জন্য - ঠিক স্বাভাবিক নয়, তাড়াহুড়োর ইঙ্গিত পাচ্ছি I আমার মতে পাঞ্চালি-সুখোর আবার দেখা, প্রণয়, মিষ্টি ঝাল খুনসুটিতে মন দেয়ানেয়ার সুযোগ ছিল, কিন্তু দিলেন না I আপনি কি এত সুন্দর প্রেমকাহিনীটাকে চাপে পরে ঘাড় থেকে নামিয়ে দেবার প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছেন? ক্ষমা করবেন - এটা একটা সামান্য পাঠকের Obsevation কোনো Complain নয় I