05-06-2023, 11:11 PM
(04-06-2023, 06:55 PM)Somnaath Wrote: এই কাহিনীকে আমি এখন শুধু একটা যৌন উপন্যাস হিসেবে দেখিনা। বাজপাখি আর চড়ুই পাখির পারস্পরিক কথোপকথন একটা আলাদা মাত্রা যোগ করে আমার মনে। কারণটা না হয় এখানে নাই বা বললাম! আশা করব, এই কাহিনী আরও বেশ কিছুদিন চলবে। সঙ্গে আছি, বরাবরের মতোই লাইক আর রেপু দিলাম।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এবং টিক্সি, দুজনেই প্রায় প্রথম থেকে এই গল্পটির সাথে আছেন এবং কমেন্ট দিয়ে আমার উৎসাহ বাড়িয়ে চলেছেন। তবে, যদি মোট পাঠক সংখ্যা দেখেন, তবে মনে হয় এই ধরনের গল্প বোধ হয় খুব একটা কারো পছন্দ নয়। আর তাছাড়া যেহেতু আমি প্রবাসী বাঙালি, হয়তো আমি ঠিক মতন ভাষা দিয়ে গল্পটিকে আকর্ষণীয় কোরে তুলতে পারি নি। যাই হোক। আপনারা সাথে আছেন, ভালো লাগলো। সাথে থাকুন। ধন্যবাদ।