05-06-2023, 05:08 PM
(05-06-2023, 12:55 AM)ray.rowdy Wrote:দিনের পরিচয় পাওয়া যায় এর সকাল দেখে - যদি এই আপ্তবাক্যটি ঠিক হয়ে থাকে, আশা করছি তোমার কাছ থেকে একটা খুব ভালো গল্প পেতে চলেছি. গল্পটিকে একটু গুছিয়ে লিখো. এই গল্পটির অনেক সম্ভাবনা রয়েছে. আর একটু পরিবেশনার দিকেও নজর দিও - যেমন লেখায় যথাযথ অনুচ্ছেদ রাখা ও যতিচিন্হের ব্যবহার.
নিয়মিত পর্ব দিও আর গল্পটিকে শেষ করো. শুভকামনা রইলো.
খুব কষ্ট করে বাংলা লিখছি। এটা একটু মাফ করে দেবেন।