02-06-2023, 11:43 PM
(02-06-2023, 06:08 PM)pradip lahiri Wrote: আপনার লেখার হাত খুবই আকর্ষনীয়, আপনি অন্য ধরনের গল্প বা উপন্যাস লিখতে পারেন, আমি মনে করি সেই গল্প ও খুব আকর্ষনীয় হবে। অনুরোধ রইলো সব ধরনের গল্পই লিখুন। খুব ভালো হবে। Best of luck.
সেটা যে লিখিনা তা ভাবলেন কেন ভাই? আমার কিছু গল্প ছাপাও হয়েছে। তবে মুশকিল কি জানেন, চটি লেখক আর মূল ধারার লেখক একই পরিচয়ে লিখতে পারে না। সমাজ মেনে নেবে না। তাই আমার মূল ধারার লেখক পরিচয় গোপনই থাক ভাই। হয়তো কোনো ব্লগে আপনি আমার গল্প পড়েছেন, কিন্তু অন্য নামে, তাই চিনতে পারেননি। আমি আপনাদের কাছে তমাল হয়েই থাকি না কেন? সেটাই ভালো। ধন্যবাদ ?