02-06-2023, 11:38 PM
(02-06-2023, 06:30 PM)কাদের Wrote: আপনার চাওয়াটা যৌক্তিক তবে এই সাইটে আমার অভিজ্ঞতা বলে আপনাকে আরেকটু ধৈর্য্য ধরতে হবে। আপনি আপনার লেখায় পাঠকের প্রতিক্রিয়া যাচাই করবেন মূলত পাঠসংখ্যা দিয়ে। আপনি গল্প শুরু করেছেন অল্প কয়েকদিন এর মধ্যে আপনার ভিউস কোন অংশে খারাপ না। হয়ত মন্তব্যের সংখ্যা কম। তবে মাথায় রাখবেন এই ফোরামে যারা গল্প পড়ে তাদের বিশাল অংশের কোন একাউন্ট নেই ফলে তারা ভালমন্দ জানাতে পারে না, তাদের একমাত্র প্রতিক্রিয়া বার বার এক গল্পে ফিরে আসা অর্থাৎ পাঠসংখ্যা বাড়ানো। এছাড়া যাদের একাউন্ট আছে তারাও যে সবাই নিয়মিত মন্তব্য করছেন এমন নয়। আপনি নিয়ম করে লিখতে থাকুন দেখবেন একজন দুইজন করে আস্তে আস্তে নিয়মিত মন্তব্যকারীর সংখ্যা বাড়বে। আপনি যত পুরাতন লেখক হবেন আপনার নিয়মিত পাঠক সংখ্যা তত বেশি হবে। তাই যারা বেশ কয়েক বছর ধরে গল্প লিখছে এবং সফল ভাবে ৩/৪ টা বড় গল্প/ উপন্যাস শেষ করেছে তাদের পাঠক সংখ্যার সাথে নিজেকে তুলনা করলে হতাশ হবেন। তাই ধৈর্য্য ধরে নিয়মিত লিখে যান। আপনা আপনি পাঠক আসবে। আর আপনার লেখার হাত ভাল বলেই এত বড় একটা মন্তব্য করলাম।
ভাই আপনার জয়েনিং ডেট দেখলাম ১৪/০১/২০২৩... আর আমি গল্প লেখা ছেড়ে দিয়েছিলাম সম্ভবত ২০১৭ তে। আপনি যা যা বললেন সেগুলো সবই আমার জানা। আমার নেটে সম্ভবত ৩০ টার মতো গল্প আছে। আমার লেখা আমার চেয়ে অন্যের নামেই চলে বেশি। এই সাইটের আগের ভার্সনেও আমি গল্প লিখেছি। অন্য সাইটে তো লিখেছিই। আর লিখবো না বলেই ঠিক করেছিলাম। কিন্তু এতো অনুরোধ পাচ্ছিলাম মেল এ যে আবার লিখতে হলো। আমি আগের অভিজ্ঞতায় জানি কতো ভিউ আর কতো কমেন্ট আসে। সরি টু সে... এবার সত্যিই কমেন্ট অনেক কম। যাদের কমেন্ট এখানে দেখছেন, তারা আমাকে অনেক আগেই চেনেন, তাদের আমিও চিনি। তারা যে পছন্দ করবেন সেটা আমি জানি। আমার ভালো লাগতো নতুনদের কমেন্ট পেলে। সেটাই আবদার করেছিলাম, নাহলে কি পেলাম কি পেলাম না ভেবে আমি লিখি না। আমাকে যারা মেল করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই গল্প। আপনার ভালো লেগেছে বলে, এবং বড় রিপ্লাই দেবার জন্য ধন্যবাদ। ?