02-06-2023, 06:30 PM
(02-06-2023, 03:19 PM)kingsuk-tomal Wrote: আক্ষেপ নয়, আবদার। এই ধরনের গল্প লিখে কেউ পুলিৎজার, নোবেল পায় না। পাঠক পাঠিকাদের স্বীকৃতিই পুরস্কার ভাই, এটুকু চাইতেই পারি। পারসপিরেশন এর বদলে অল্প একটু ইনসপিরেশন, খুব বেশি চাওয়া কি?
আপনার চাওয়াটা যৌক্তিক তবে এই সাইটে আমার অভিজ্ঞতা বলে আপনাকে আরেকটু ধৈর্য্য ধরতে হবে। আপনি আপনার লেখায় পাঠকের প্রতিক্রিয়া যাচাই করবেন মূলত পাঠসংখ্যা দিয়ে। আপনি গল্প শুরু করেছেন অল্প কয়েকদিন এর মধ্যে আপনার ভিউস কোন অংশে খারাপ না। হয়ত মন্তব্যের সংখ্যা কম। তবে মাথায় রাখবেন এই ফোরামে যারা গল্প পড়ে তাদের বিশাল অংশের কোন একাউন্ট নেই ফলে তারা ভালমন্দ জানাতে পারে না, তাদের একমাত্র প্রতিক্রিয়া বার বার এক গল্পে ফিরে আসা অর্থাৎ পাঠসংখ্যা বাড়ানো। এছাড়া যাদের একাউন্ট আছে তারাও যে সবাই নিয়মিত মন্তব্য করছেন এমন নয়। আপনি নিয়ম করে লিখতে থাকুন দেখবেন একজন দুইজন করে আস্তে আস্তে নিয়মিত মন্তব্যকারীর সংখ্যা বাড়বে। আপনি যত পুরাতন লেখক হবেন আপনার নিয়মিত পাঠক সংখ্যা তত বেশি হবে। তাই যারা বেশ কয়েক বছর ধরে গল্প লিখছে এবং সফল ভাবে ৩/৪ টা বড় গল্প/ উপন্যাস শেষ করেছে তাদের পাঠক সংখ্যার সাথে নিজেকে তুলনা করলে হতাশ হবেন। তাই ধৈর্য্য ধরে নিয়মিত লিখে যান। আপনা আপনি পাঠক আসবে। আর আপনার লেখার হাত ভাল বলেই এত বড় একটা মন্তব্য করলাম।