01-06-2023, 10:47 PM
অষ্টাশীতিতম অধ্যায়
সকাল থেকে রান্না ঘরে ব্যস্ত দীপশিখা।আজ কলেজ যাবেন না বলে এসেছেন।পলিরা ড্রাইভার সহ জনাপাচেক বলেছে আসবে।আট-দশ জনের মতো রান্না করছেন।কলেজ থেকে ফিরে মনুকে নিয়ে বাজার করেছেন।মনু কাল চলে যাবে ভেবে খারাপ লাগে।অনেক কাল পরে কাল রাতে একা শুয়েছিলেন।প্রথম প্রথম একটু খারাপ লাগলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।আগেও তো তিনি একাই শুতেন।চা করে ঈশানীকে ডাকলেন।ঈশানী আসতে এককাপ চা এগিয়ে দিয়ে বললেন,সাহেবকে ডেকে চা-টা দিয়ে এসো।
ঈশানী চায়ের কাপ নিয়ে লাইব্রেরীতে ঢুকে দেখল সাহেব ঘুমোচ্ছে।ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে।কি সুন্দর পুরুষালী চেহারা কেমন শিশুর মতো ঘূমোচ্ছে।চায়ের কাপ পাশে নামিয়ে রেখে এদিক ওদিক দেখল তারপর নীচূ হয়ে গাল টিপে দিল।সুখ জেগে উঠতে ঈশানি আপনের ছা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।
সুখ উঠে বসে ভাবে তার গাল টিপে দিল মনে হল।গায়ে হাত দিয়ে ডাকতে হবে কেন?ভারী অসভ্য তো। হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে চুমুক দিল।কাল সারারাত ঘুম হয়নি। এ ঘরে একা একা শুয়ে ঘুম আসছিল না।মোমোকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যেস।তার উপর পাঞ্চালী তাকে কিভাবে নেবে।কলেজটা কোএজুকেশন নয়তো কথাটা জিজ্ঞেস করার কথা মনে হয়নি।এরকম নানা চিন্তা,শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। এখনো চোখের পাতা জড়িয়ে আসছে। অবশ্য তাকে তো একা একাই থাকতে হবে।সুন্দর গন্ধ বেরিয়েছে।মোমো মনে হয় মাংস রান্না করছে।সুন্দর রান্নার হাত।মোমোর অনেক গুণ।আজ আবার ওদের আসার কথা।ঘাড় ফিরিয়ে ঘড়ি দেখল পৌনে আটটা বাজে।ওরা এসে পড়ার আগে স্নানটা সেরে ফেলা যাক।
কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে।।ওকে যেদিন প্রথম দেখেছিল সেদিনই মনে কেমন গেথে গেছিল মায়ালু দৃষ্টিটা।তারপর মহকুমায় সর্বোচ্চ নম্বর পেয়েছে জানলো আকর্ষণ তীব্রতর হয়।মনের ইচ্ছেটা হাবে ভাবে কত রকম করে বোঝাতে চেয়েছে হাদাটা বুঝতে পারেনি।ভীষণ রাগ হতো ভেবেছিল একদিন না একদিন বুঝবে।তারপর কোথায় নিরুদ্দেশ হয়ে গেল।এদিক ওদিক খোজ করেছিল, পাঞ্চালী আশাই ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ওর সঙ্গে বিয়ে হবে ভাবতেই পারেনি।আমি উদ্যোগী নাহলে হাদারাম কোনোদিন মুখ ফুটে বলতো কিনা সন্দেহ। আজ রাতে ওর সঙ্গে শুতে হবে ভেবে রোমাঞ্চিত হয়।কিছু করলে বাধা দিতে পারবে না আর বাধাই বা দেবে কেন? পাঞ্চালীর গালে রক্তিম আভা।ব্যাগে কন্ট্রাসেপ্টিভ ট্যাবলেট ভরে নিল।
গাড়ীতে বসে পিয়ালী মিত্র বললেন,মধু দেখতো দিদি কি করছে?কবে যে মেয়েটার বুদ্ধি সুদ্ধি হবে।আমাদের তো আবার ফিরতে হবে নাকী?
মধু ড্রাইভারের পাশে বসেছিল।দরজা খুলে নেমে উপরে উঠতে যাবে দেখল ডাক্তার দিদি নামছে।ভারী সোন্দর দেখতে লাগছে।পাঞ্চালী গাড়ীর দরজা খুলে ভিতরে ঢূকতে পিয়ালী মিত্র বললেন,কি করছিলি এতক্ষন?
কি করবো?সব ঘরে তালা দিতে হবে না?পারুলদি চাবিগুলো রাখো।
গাড়ী স্টার্ট করতে ড্রাইভারের আসনে জীবনকে দেখে পাঞ্চালী বলল,গোবিন্দ কাকুর কি হয়েছে?
এমনি কিছু না আসলে বয়স হয়েছে লম্বা জার্নি আমাকে বলল,জীবন তুই গাড়ীটা নিয়ে যা।জীবন বলল।
কলকাতায় আগে গেছো?
হ্যা অনেকবার গেছি,কাকুর সঙ্গে একাও গেছি।আপনি খালি রাস্তার নাম বলবেন।
মধুদা তুমি নোটিশ লাগিয়ে দিয়েছো?
হ্যা লাগিয়ে দিয়েছি।অনেকে জিজ্ঞেস করছিল কি ব্যাপার?বিয়ের কথা কিছু বলিনি।
পিয়ালী মিত্র ধমক দিলেন,এত কথা বলো কেন?
মধু চুপ করে গেল।পাঞ্চালী মনে মনে হাসে।
সুখ চা শেষ করে বেরিয়ে রান্না ঘরে গিয়ে জিজ্ঞেস করল,স্নান করে নেবো?
হ্যা-হ্যা স্নান করে নেও।ওদের এসে পড়ার সময় হয়ে এল।আর শোনো বিছানার উপর জামা কাপড় রেখেছি স্নান করে ওগুলো পরবে।
এত ব্যস্ততার মধ্যেও সব দিকেই মোমোর খেয়াল আছে ভেবে অবাক লাগে।শিলিগুড়িতে কে এসব করবে।অবশ্য মেসে থাকতে সে নিজেই সবকিছু করেছে ,সবটাই অভ্যাসের ব্যাপার।তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। ঈশানী স্বস্তি বোধ করে সাহেব ম্যাডামকে কিছু বলেনি।
মনুকে খুব খুশি-খুশি মনে হলনা।এতদিন একসঙ্গে ছিল সব ছেড়ে চলে যেতে হচ্ছে খারাপ লাগাই স্বাভাবিক।অন্যের বিচার করার অছিলায় নিজের কথা ভুলে থাকতে চায় দীপশিখা।মাংস হয়ে এসেছে।আলুবখরার চাটনীটা করে ভাত চাপিয়ে দেবেন। আজকের মত রান্না শেষ।মোবাইল বাজতে মনে হল পলি ফোন করেছে, কানে লাগিয়ে বললেন,হ্যালো? অন্যপ্রান্ত থেকে পুরুষালী গলা পাওয়া গেল,... ও আপনি বলুন...হ্যা এগারোটায় এলেই হবে...মেয়েরটা জানি ছেলেরটা জিজ্ঞেস করে টেক্সট করে দিলে হবে না...না না দশ মিনিটের মধ্যে করছি...বিয়ের পর কালই ছেলে চলে যাবে চাকরিতে জয়েন করতে হবে...আচ্ছা রাখছি।
ফোন রেখে দেখলেন,ঈশানী ড্যাব-ড্যাব চোখে তাকিয়ে আছে।দীপশিখা বললেন,সাহেবের বিয়ে সেদিন এসেছিল ডাক্তারের সঙ্গে।
মনুর বাবা-মায়ের নাম লাগবে।মনু বেরোলে জেনে টেক্সট করতে হবে পালবাবুকে।পালবাবু ম্যারেজ রেজিস্ট্রার।
ঈশানীর মাথার মধ্যে ঝিম ঝিম করে উঠল। বকের মত লম্বা লম্বা ঠ্যাং ডাক্তারের সঙ্গে বিয়ে শোনার পর থেকে শরীরের মধ্যে কেমন করতে থাকে।
মনুর ডাক শুনে দীপশিখা ঈশানীর দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন,তোমার আবার কি হল?
আমার শরীরটা কেমন করছে।
সেকী?গায়ে হাত দিয়ে বললেন,গা-তো ঠাণ্ডা! শরীর খারাপ লাগলে তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো।
দীপশিখা গ্যাস বন্ধ করে ঘরে এসে বললেন,ডাকাডাকি করছো কেন?
আমি তো কোনোদিন ধুতি পরিনি।
কোনোদিন পরোনি আজ পরবে।
ধুতিটা খুলে কোমরে পেচিয়ে বললেন,এবার গিট দাও।
সুখ ধুতিতে গিট দিতে দীপশিখা ধুতির একপ্রান্ত কুচিয়ে দু-পায়ের ফাক দিয়ে ঢুকিয়ে পিছনে গুজে দিলেন।অন্যপ্রান্ত কুছিয়ে বললেন,এদিকটা সামনে গুজে দাও।ঈশানীর আবার কি হোল কে জানে।
ধুতির উপর পাঞ্জাবী চাপাতে দীপশিখা অবাক হয়ে মনুর দিকে তাকিয়ে থাকে।
কি দেখছো?
ফিগার ভালো হলে যা পরবে তাতেই ভালো লাগে।
সুখ লজ্জা পায় বলে,তোমাকে ছেড়ে যেতে হবে ভেবে খারাপ লাগছে।
কথাটা দীপশিখার ভালো লাগে বললেন,তুমি তো একেবারে যাচ্ছো না।যাই রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে।ঈশানীটার আবার কি হল কে জানে।ও হ্যা তোমার বাবার নাম মায়ের নাম যেন কি?
লেট বরদা রঞ্জন বোস আর লেট সুমনা বোস।
তোমার নাম সুখদা রঞ্জন বোস?
হ্যা কেন এসব জিজ্ঞেস করছো?
রেজিস্ট্রার কাগজ পত্র টাইপ করে আনবেন।আমি আসি ওদের আসার সময় হয়ে এল।
দীপশিখা পাত্র পাত্রীর নাম বাবা মায়ের নাম টেক্সট করে পাঠিয়ে দিলেন।বসার ঘরে গিয়ে দেখলেন ঈশানী শুয়ে আছে।জিজ্ঞেস করলেন,এখন কেমন লাগছে?
গায়ের মধ্যে কেমন জানি করছে।
ঠিক আছে বিশ্রাম করো।দীপশিখা রান্না ঘরে ঢূকে চাটনী করে বেশী করে জল দিয়ে ভাত চাপিয়ে দিলেন।মনু বলছিল ছেড়ে যেতে খারাপ লাগছে।দীপশিখা নিজেকে শাসন করেন এসব কথাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন।
সকাল থেকে রান্না ঘরে ব্যস্ত দীপশিখা।আজ কলেজ যাবেন না বলে এসেছেন।পলিরা ড্রাইভার সহ জনাপাচেক বলেছে আসবে।আট-দশ জনের মতো রান্না করছেন।কলেজ থেকে ফিরে মনুকে নিয়ে বাজার করেছেন।মনু কাল চলে যাবে ভেবে খারাপ লাগে।অনেক কাল পরে কাল রাতে একা শুয়েছিলেন।প্রথম প্রথম একটু খারাপ লাগলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।আগেও তো তিনি একাই শুতেন।চা করে ঈশানীকে ডাকলেন।ঈশানী আসতে এককাপ চা এগিয়ে দিয়ে বললেন,সাহেবকে ডেকে চা-টা দিয়ে এসো।
ঈশানী চায়ের কাপ নিয়ে লাইব্রেরীতে ঢুকে দেখল সাহেব ঘুমোচ্ছে।ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে।কি সুন্দর পুরুষালী চেহারা কেমন শিশুর মতো ঘূমোচ্ছে।চায়ের কাপ পাশে নামিয়ে রেখে এদিক ওদিক দেখল তারপর নীচূ হয়ে গাল টিপে দিল।সুখ জেগে উঠতে ঈশানি আপনের ছা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।
সুখ উঠে বসে ভাবে তার গাল টিপে দিল মনে হল।গায়ে হাত দিয়ে ডাকতে হবে কেন?ভারী অসভ্য তো। হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে চুমুক দিল।কাল সারারাত ঘুম হয়নি। এ ঘরে একা একা শুয়ে ঘুম আসছিল না।মোমোকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যেস।তার উপর পাঞ্চালী তাকে কিভাবে নেবে।কলেজটা কোএজুকেশন নয়তো কথাটা জিজ্ঞেস করার কথা মনে হয়নি।এরকম নানা চিন্তা,শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। এখনো চোখের পাতা জড়িয়ে আসছে। অবশ্য তাকে তো একা একাই থাকতে হবে।সুন্দর গন্ধ বেরিয়েছে।মোমো মনে হয় মাংস রান্না করছে।সুন্দর রান্নার হাত।মোমোর অনেক গুণ।আজ আবার ওদের আসার কথা।ঘাড় ফিরিয়ে ঘড়ি দেখল পৌনে আটটা বাজে।ওরা এসে পড়ার আগে স্নানটা সেরে ফেলা যাক।
কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে।।ওকে যেদিন প্রথম দেখেছিল সেদিনই মনে কেমন গেথে গেছিল মায়ালু দৃষ্টিটা।তারপর মহকুমায় সর্বোচ্চ নম্বর পেয়েছে জানলো আকর্ষণ তীব্রতর হয়।মনের ইচ্ছেটা হাবে ভাবে কত রকম করে বোঝাতে চেয়েছে হাদাটা বুঝতে পারেনি।ভীষণ রাগ হতো ভেবেছিল একদিন না একদিন বুঝবে।তারপর কোথায় নিরুদ্দেশ হয়ে গেল।এদিক ওদিক খোজ করেছিল, পাঞ্চালী আশাই ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ওর সঙ্গে বিয়ে হবে ভাবতেই পারেনি।আমি উদ্যোগী নাহলে হাদারাম কোনোদিন মুখ ফুটে বলতো কিনা সন্দেহ। আজ রাতে ওর সঙ্গে শুতে হবে ভেবে রোমাঞ্চিত হয়।কিছু করলে বাধা দিতে পারবে না আর বাধাই বা দেবে কেন? পাঞ্চালীর গালে রক্তিম আভা।ব্যাগে কন্ট্রাসেপ্টিভ ট্যাবলেট ভরে নিল।
গাড়ীতে বসে পিয়ালী মিত্র বললেন,মধু দেখতো দিদি কি করছে?কবে যে মেয়েটার বুদ্ধি সুদ্ধি হবে।আমাদের তো আবার ফিরতে হবে নাকী?
মধু ড্রাইভারের পাশে বসেছিল।দরজা খুলে নেমে উপরে উঠতে যাবে দেখল ডাক্তার দিদি নামছে।ভারী সোন্দর দেখতে লাগছে।পাঞ্চালী গাড়ীর দরজা খুলে ভিতরে ঢূকতে পিয়ালী মিত্র বললেন,কি করছিলি এতক্ষন?
কি করবো?সব ঘরে তালা দিতে হবে না?পারুলদি চাবিগুলো রাখো।
গাড়ী স্টার্ট করতে ড্রাইভারের আসনে জীবনকে দেখে পাঞ্চালী বলল,গোবিন্দ কাকুর কি হয়েছে?
এমনি কিছু না আসলে বয়স হয়েছে লম্বা জার্নি আমাকে বলল,জীবন তুই গাড়ীটা নিয়ে যা।জীবন বলল।
কলকাতায় আগে গেছো?
হ্যা অনেকবার গেছি,কাকুর সঙ্গে একাও গেছি।আপনি খালি রাস্তার নাম বলবেন।
মধুদা তুমি নোটিশ লাগিয়ে দিয়েছো?
হ্যা লাগিয়ে দিয়েছি।অনেকে জিজ্ঞেস করছিল কি ব্যাপার?বিয়ের কথা কিছু বলিনি।
পিয়ালী মিত্র ধমক দিলেন,এত কথা বলো কেন?
মধু চুপ করে গেল।পাঞ্চালী মনে মনে হাসে।
সুখ চা শেষ করে বেরিয়ে রান্না ঘরে গিয়ে জিজ্ঞেস করল,স্নান করে নেবো?
হ্যা-হ্যা স্নান করে নেও।ওদের এসে পড়ার সময় হয়ে এল।আর শোনো বিছানার উপর জামা কাপড় রেখেছি স্নান করে ওগুলো পরবে।
এত ব্যস্ততার মধ্যেও সব দিকেই মোমোর খেয়াল আছে ভেবে অবাক লাগে।শিলিগুড়িতে কে এসব করবে।অবশ্য মেসে থাকতে সে নিজেই সবকিছু করেছে ,সবটাই অভ্যাসের ব্যাপার।তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। ঈশানী স্বস্তি বোধ করে সাহেব ম্যাডামকে কিছু বলেনি।
মনুকে খুব খুশি-খুশি মনে হলনা।এতদিন একসঙ্গে ছিল সব ছেড়ে চলে যেতে হচ্ছে খারাপ লাগাই স্বাভাবিক।অন্যের বিচার করার অছিলায় নিজের কথা ভুলে থাকতে চায় দীপশিখা।মাংস হয়ে এসেছে।আলুবখরার চাটনীটা করে ভাত চাপিয়ে দেবেন। আজকের মত রান্না শেষ।মোবাইল বাজতে মনে হল পলি ফোন করেছে, কানে লাগিয়ে বললেন,হ্যালো? অন্যপ্রান্ত থেকে পুরুষালী গলা পাওয়া গেল,... ও আপনি বলুন...হ্যা এগারোটায় এলেই হবে...মেয়েরটা জানি ছেলেরটা জিজ্ঞেস করে টেক্সট করে দিলে হবে না...না না দশ মিনিটের মধ্যে করছি...বিয়ের পর কালই ছেলে চলে যাবে চাকরিতে জয়েন করতে হবে...আচ্ছা রাখছি।
ফোন রেখে দেখলেন,ঈশানী ড্যাব-ড্যাব চোখে তাকিয়ে আছে।দীপশিখা বললেন,সাহেবের বিয়ে সেদিন এসেছিল ডাক্তারের সঙ্গে।
মনুর বাবা-মায়ের নাম লাগবে।মনু বেরোলে জেনে টেক্সট করতে হবে পালবাবুকে।পালবাবু ম্যারেজ রেজিস্ট্রার।
ঈশানীর মাথার মধ্যে ঝিম ঝিম করে উঠল। বকের মত লম্বা লম্বা ঠ্যাং ডাক্তারের সঙ্গে বিয়ে শোনার পর থেকে শরীরের মধ্যে কেমন করতে থাকে।
মনুর ডাক শুনে দীপশিখা ঈশানীর দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন,তোমার আবার কি হল?
আমার শরীরটা কেমন করছে।
সেকী?গায়ে হাত দিয়ে বললেন,গা-তো ঠাণ্ডা! শরীর খারাপ লাগলে তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো।
দীপশিখা গ্যাস বন্ধ করে ঘরে এসে বললেন,ডাকাডাকি করছো কেন?
আমি তো কোনোদিন ধুতি পরিনি।
কোনোদিন পরোনি আজ পরবে।
ধুতিটা খুলে কোমরে পেচিয়ে বললেন,এবার গিট দাও।
সুখ ধুতিতে গিট দিতে দীপশিখা ধুতির একপ্রান্ত কুচিয়ে দু-পায়ের ফাক দিয়ে ঢুকিয়ে পিছনে গুজে দিলেন।অন্যপ্রান্ত কুছিয়ে বললেন,এদিকটা সামনে গুজে দাও।ঈশানীর আবার কি হোল কে জানে।
ধুতির উপর পাঞ্জাবী চাপাতে দীপশিখা অবাক হয়ে মনুর দিকে তাকিয়ে থাকে।
কি দেখছো?
ফিগার ভালো হলে যা পরবে তাতেই ভালো লাগে।
সুখ লজ্জা পায় বলে,তোমাকে ছেড়ে যেতে হবে ভেবে খারাপ লাগছে।
কথাটা দীপশিখার ভালো লাগে বললেন,তুমি তো একেবারে যাচ্ছো না।যাই রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে।ঈশানীটার আবার কি হল কে জানে।ও হ্যা তোমার বাবার নাম মায়ের নাম যেন কি?
লেট বরদা রঞ্জন বোস আর লেট সুমনা বোস।
তোমার নাম সুখদা রঞ্জন বোস?
হ্যা কেন এসব জিজ্ঞেস করছো?
রেজিস্ট্রার কাগজ পত্র টাইপ করে আনবেন।আমি আসি ওদের আসার সময় হয়ে এল।
দীপশিখা পাত্র পাত্রীর নাম বাবা মায়ের নাম টেক্সট করে পাঠিয়ে দিলেন।বসার ঘরে গিয়ে দেখলেন ঈশানী শুয়ে আছে।জিজ্ঞেস করলেন,এখন কেমন লাগছে?
গায়ের মধ্যে কেমন জানি করছে।
ঠিক আছে বিশ্রাম করো।দীপশিখা রান্না ঘরে ঢূকে চাটনী করে বেশী করে জল দিয়ে ভাত চাপিয়ে দিলেন।মনু বলছিল ছেড়ে যেতে খারাপ লাগছে।দীপশিখা নিজেকে শাসন করেন এসব কথাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন।