01-06-2023, 11:25 AM
এমনিতেই চমকে ভরা সিরিজ এই নন্দনা NOT OUT তার উপর সারপ্রাইজ পর্বের চমক! তারিখ পে তারিখ , তারিখ পে তারিখের মতো চমক পে চমক দিয়ে যাচ্ছে আমাদের বুম্বা। এই পর্ব নিয়ে এটুকুই বলবো, মানুষ কতটা খচ্চর আর হারামি হতে পারে সেটা বিপুলকে না দেখলে বোঝা যায় না। ভবিষ্যতে ওর শয়তানির আরো নিদর্শন দেখতে পাব আশা করি। আর নন্দনা? সে তো ক্রমশ dream girl হয়ে উঠছে আমাদের কাছে।