01-06-2023, 08:40 AM
(31-05-2023, 10:32 PM)Baban Wrote:আজ আমি তুমি লিখতে লিখতে নিয়ম মাফিক আমাদের লেখার ধাচ অনেকটা পাল্টে গেছে। সেটাই স্বাভাবিক। শুরুর লেখার সাথে শেষের দিকের লেখার অনেক পার্থক্য থাকে। তা লেখকের লেখন শৈলীর মান কম বেশি হলেও। আজকের পর্বে কেন জানি সেই চরম উত্তেজক কিন্তু পুরানো দিনের লেখার ধাচটা খুঁজে পেলাম আমি। যেখানে ধীরে ধীরে পেঁয়াজের খোলা ছাড়ানো নয়, সোজা কামড়ে চিবোনোর সুখ আছে। হয়তো এখনো সেই পর্যায় পৌঁছয়নি গল্প কিন্তু যেন অনেকটা এগিয়ে গেলো এক ধাক্কায়।
বিপুল বাবুর আগমনটা আমাকে অন্তত অন্তর থেকে অনেকটা উত্তেজিত করে তুলেছে। সেটা তার তান্ত্রিক শক্তির জন্য হতে পারে আবার তার রাগী স্বার্থপর ও নোংরা ষড়যন্ত্র কি কি হতে পারে ভেবেও হতে পারে। পুরোটাই subconscious mind game. আর লেখকের কাজ তো এটাই। পাঠকের মস্তিষ্কের অজানা দিকটা জাগিয়ে ওই স্থানে বিরাজ করা। বিপুল বাবুর আগমন থেকে আজকে তার অশ্লীল আড্ডা ও পরের বৌয়ের সাথে তার বাড়িওয়ালা নিয়ে নোংরা কথা ও শেষে স্বপ্ন দোষের মাধ্যমে যে ছক্কা হাঁকালো লোকটা সেটা জবরদস্ত!!
শেষে বলবো এমন চমক পেয়ে যারপরনাই আনন্দিত এই পাঠক। আর লাইক রেপু নিয়ে আমি আলাদা করে বলিনা। ওটা হাত নিজের থেকেই দিয়ে দেয়।
আমার গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম অধ্যায়ের ১৮টি পর্বের মধ্যে দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেই অর্থে যৌনতার কোনো উল্লেখ ছিলো না। সেখানে শুধু ছিলো প্রেম, সম্পর্কের টানাপোড়েন আর প্রতিশোধের খেলা। যৌনতা ছাড়া ১৮টি পর্ব কাটিয়ে দিয়েও যথেষ্ট সফলতা পেয়েছিলাম। প্রচুর প্রশংসা পেয়েছিলাম, প্রচুর ভিউজ হয়েছিলো উপন্যাসটির। ভেবেছিলাম আর যৌন উপন্যাস লিখবো না। তারপর হঠাৎ একদিন ভাবলাম, দেখি না একবার চেষ্টা করে সেই আগের মতো আদিরসাত্মক গল্প লিখতে পারি কিনা! নাকি Bumba_1 শেষ হয়ে গিয়েছে! শুরু করে দিলাম নন্দনা NOT OUT .. পরপর কয়েকটি পর্ব আসার পর যখন দেখলাম পাঠকদের ভুয়সী প্রশংসা পাচ্ছি, বিশেষ করে তোমার মতো একজন স্বনামধন্য লেখক .. যাকে আমি যৌনউপন্যাস লেখার ক্ষেত্রে নিজের আইডল মনে করি .. তারও ভালো লাগছে এই সিরিজ! তখন সত্যিই মনটা ভালো হয়ে যায়।
(01-06-2023, 01:26 AM)Rampu007 Wrote: Great .....
Darun diacho guru.....
Chaliye jao....
Thank you very much