01-06-2023, 01:56 AM
আমি এই লেখাটা শেষ করতে চাই। যদি এর মূল লেখক এবং পরবর্তীতে ওর্কাইভ থেকে সংগ্রহ করে (যতটুকু এখানে আপলোড করা হয়েছে) যে দাদা বা দিদি এখানে আপলোড করেছেন, তিনি বিষয়টিকে অনুমোদন করেন তাহলে আমি পরবর্তী অংশগুলো আমার নিজের মতো করে আমি লিখতে চাই। ভিন্ন আইডি ভিন্ন নামে অন্য ফোরামে লিখলেও এই ফোরামে এটি আমার প্রথম লেখা হবে। যদি আপনারা দুজন (মূল লেখক ও সংগ্রাহক) বিষয়টিকে অনুমোদন করেন এবং এডমিন প্যানেলে যারা আছেন তারা যদি বিষয়টিকে অনুমোদন করেন তাহলে আমি লেখাটি শেষ করতে চাই। আমি এটি নিয়ে ইতিমধ্যে কাজ করেছি আমি অনেকগুলো পার্ট শেষ করেছি। যদি আপনারা কাইন্ডলি একটু রিপ্লাই দেন তাহলে আমি মনে হয় লেখাটি পোস্ট করতে পারি। আর যদি আপনারা মনে করেন যে না আপনাদের লেখা অন্য কেউ ধারাবাহিকতা বজায় রাখতে পারবেনা এবং লেখার সৌন্দর্য নষ্ট হবে সে ক্ষেত্রে হচ্ছে আমি কোন পোস্ট করব না। তবে আপনাদের রিপ্লাই পেলে ভালো লাগবে।