01-06-2023, 12:28 AM
(27-05-2023, 10:57 PM)The_Writer Wrote: কিছু মনে করবেন না, আমি আপনার লেখা সব গল্প গুলো পড়েছি। বেশ লেখেন আপনি। তবে এই গল্প টাতে ঠিক সেই জিনিস টা পাচ্ছি না... আপনার আগের গল্প গুলো পড়লেই কেমন যেন পুরো শরীরে একটা আগুনের ছোয়াঁ লেগে যেত. কিন্তু এখন......
হতে পারে আমি হয়তো একটু বেশি আশা করছি।
যদি পারেন তাহলে প্লিজ সেই দিনের লেখার মতো কিছু একটা করুন।
(প্লিজ এটা ভাববেন না যে আমি আপনার লেখাটা নিয়ে খারাপ কিছু বলতে চাইছি। )
নানা আমি মোটেও খারাপ ভাবিনি। আমার পুরাতন লেখা যে আপনার পছন্দ হয়েছে জেনে উল্টে খুশিই হয়েছি। আসলে কি জানেন গল্প অভিনয় চলচ্চিত্র এইসবই হলো subjective. আপনার চোখে যেটা অতটাও ভালো নয় হয়তো অন্য কারো চোখে বেশ উত্তম আবার এর উল্টোটাও সম্ভব। পুরোটাই যে পড়ছে তার ওপর। আসলে পাঠক গল্পের মধ্যে কোথাও নিজের লুকানো ইচ্ছেটা খুঁজে পেতে চায়। সেটা পেলে সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদা গল্পটি পড়ার জন্য। আপনি চাইলে আমার আগের গল্পটা অর্থাৎ bhookh পড়ে দেখতে পারেন। ভালো লাগতে পারে।
(31-05-2023, 07:15 PM)Papai Wrote: Gazab ki story thi Baban dada. Iska chapter 2 ka sochna zarur.
Thnx again but abhi shayad nahi likh paunga. Ek tarah se dekha jaye toh yeh bhi ej Ending hi hai.