31-05-2023, 10:32 PM
(This post was last modified: 31-05-2023, 10:33 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
আজ আমি তুমি লিখতে লিখতে নিয়ম মাফিক আমাদের লেখার ধাচ অনেকটা পাল্টে গেছে। সেটাই স্বাভাবিক। শুরুর লেখার সাথে শেষের দিকের লেখার অনেক পার্থক্য থাকে। তা লেখকের লেখন শৈলীর মান কম বেশি হলেও। আজকের পর্বে কেন জানি সেই চরম উত্তেজক কিন্তু পুরানো দিনের লেখার ধাচটা খুঁজে পেলাম আমি। যেখানে ধীরে ধীরে পেঁয়াজের খোলা ছাড়ানো নয়, সোজা কামড়ে চিবোনোর সুখ আছে। হয়তো এখনো সেই পর্যায় পৌঁছয়নি গল্প কিন্তু যেন অনেকটা এগিয়ে গেলো এক ধাক্কায়।
বিপুল বাবুর আগমনটা আমাকে অন্তত অন্তর থেকে অনেকটা উত্তেজিত করে তুলেছে। সেটা তার তান্ত্রিক শক্তির জন্য হতে পারে আবার তার রাগী স্বার্থপর ও নোংরা ষড়যন্ত্র কি কি হতে পারে ভেবেও হতে পারে। পুরোটাই subconscious mind game. আর লেখকের কাজ তো এটাই। পাঠকের মস্তিষ্কের অজানা দিকটা জাগিয়ে ওই স্থানে বিরাজ করা। বিপুল বাবুর আগমন থেকে আজকে তার অশ্লীল আড্ডা ও পরের বৌয়ের সাথে তার বাড়িওয়ালা নিয়ে নোংরা কথা ও শেষে স্বপ্ন দোষের মাধ্যমে যে ছক্কা হাঁকালো লোকটা সেটা জবরদস্ত!!
শেষে বলবো এমন চমক পেয়ে যারপরনাই আনন্দিত এই পাঠক। আর লাইক রেপু নিয়ে আমি আলাদা করে বলিনা। ওটা হাত নিজের থেকেই দিয়ে দেয়।