30-05-2023, 12:38 AM
(28-05-2023, 03:22 PM)Baban Wrote:মুচকি হেসে সব চ্যাট আর গ্ৰুপ ডিলিট করে নিজের সমস্ত উত্তেজক পাপের রাস্তা লুকিয়ে ফেলে ফোনটা টেবিলে রেখে ওপাশে ফিরলেন মহিলা। অরিন্দম বাবু আগের মতোই ঘুমাচ্ছেন। কিছুক্ষন ঘুমন্ত স্বামীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝলেন শেফালী । সত্যিই মুখোশের আড়ালে অপরিচিত থেকে অন্যের সাথে মিশে যাওয়ার মজা এতদিন জানতেই পারেনি সে। দারুন জিনিস কিন্তু এটা। না... এবার ঘুমোনো দরকার। কাল আবার ছেলেটার l কলেজ। তাড়াতাড়ি উঠতে হবে।
সমাপ্ত
(অনেকদিন কিছু লিখিনা, তাই ভাবলাম কিছু একটা লিখি)
সমস্ত গল্পটার শেষে এমন একটা ঝটকা অপেক্ষায় ছিল বুঝতেই পারিনি। শেষে কি দিলেন দাদা! সত্যিই এই অপরিচিত থেকে চ্যাটিং করার সময় কজন ভাবে যে আসলে সে কার সাথে কথা বলছে। দারুন দারুন
অনেকদিন পরে নতুন ধামাকা পেয়ে ভালো লাগলো। কিন্তু আর কি বড়ো গল্প পাবনা?