29-05-2023, 12:15 PM
21 শে সেপ্টেম্বর,
আদিকে মাঝে মাঝে খুবই অদ্ভুত লাগে। আবার কখনও মনে হয় খুবই সাধারণ, এতো ট্যালেনটেড। আবার কখনও নিহাত গোবেচারা। সেদিন আব্বুর সাথে দেখা করার পর আদি কখন বেরিয়েছে জানি না। ১১:৩০ এ যখন অপিশে গোলাম তখন আব্বুও নেই। বাদশা কেমন শান্ত হয়ে ঘুমচ্ছে। জিমিও বেশ শান্ত সেই আগ্রেসিভভাবটা নেই স্বতঃস্ফূর্ত কিন্তু অ্যাগ্রেসানহীন। গোটা রাস্তা ওই ঘটনাটায় ভাবছিলাম আদিকে কামড়ালো না কিন্তু কেন? আচ্ছা কামড়ালে তো কষ্ট হতো আমার, আদি কি ঠিক আছে? ভীষণ দেখতে ইচ্ছে করছে ছেলেটাকে। ফোন নম্বর আছে আদির কিন্তু এখন কল করলে যদি না ধরে, তাই ভাবলাম ওদের অপিশে ফোন করি। ফোন রিং হয়ে গেল কেউ ধরল না। দ্বিতীয়বার কল করতে যাব তখনই ফোন ঢুকল। "নমস্কার ম্যাডাম, আমি নন্দী বলছি।"
হ্যাঁ, আসলে একটা.....
আমার কথা শেষ করতে না দিয়েই নন্দীবাবু বললেন স্যার বলেছেন উনি বাড়িতে থাকবেন আপনি যেন সেখানে পান।
আমি ঠিকানাটা দিচ্ছি একটু হোল্ড করুন ম্যাডাম।"
"আদি কি জানত আমি ওদের অফিস আসব? কিছু বুঝতে পারছিলাম না। কোন রকমে হ্যাঁ বলে ঠিকানাটা নিলাম।
১২:০০ টার কিছু পরে গাড়ি নিয়ে বের হলাম। এদিকটা বেশ শান্ত, লোকজনও কম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা মোড় ঘুরতেই একটা চারতলা ফ্ল্যাট দেখা গেল। এরই দোতলায় আদি থাকে। আমি মেনগেট টেনে খুলে ভেতরে ঢুকলাম। দোতলা থেকে হালকা মিউজিক আসছে কেউ সেতার বাজাচ্ছে। কিন্তু সেতারের থেকে সুমিষ্ট আওয়াজ এটায়। দোতলায় উঠতেই একটা মিষ্টি গন্ধ আর তার সাথে সেই মন মুগ্ধকর সুর পাওয়া গেল, আচ্ছন্ন লাগছে। এ কি অলৌকিক মায়া যেন এই গরমেও বেশ শীতল লাগছে শরীর, আদিনাথের ফ্ল্যাটের দরজাটা খোলা এখান থেকেই শব্দটা আসছে। ঘরে আসতে করে ঢুকলাম। আদিকি চমকে যাবে? অলৌকিক গন্ধটা এখন বেশ তীব্র আরও আচ্ছন্ন লাগছে। দরজার সামনে রুমে ঢুকতেই দেখলাম। আদি বীণা বাজাচ্ছে, আর কি একটা ধূপ জ্বেলে রেখেছে। তাই এই গন্ধ। মাঝে মাঝে আমিই অতিরিক্ত ভাবি। আদি চোখ বুজে বীণা বাজিয়ে চলেছে। ভারী মিষ্টি সুর। চোখ বুজে শুনলে কোথায় যেন মন নেচে ওঠে। বীণার সুরে হারিয়ে যেতে যেতেই আদির ডাকে বাস্তবে ফিরে এলাম
কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম?
না বলে মাথা হেলালাম,
আদি বলল স্নান করে নাও, তোমার জন্য হেবি রান্না করেছি।
আমি অবাক আদি হঠাৎ রান্না করল, জানল কি করে আমি আসব?
বললাম " তুমি জানতে আমি আসব?" আদি বলল "তা তো বটেই না হলে শুধু শুধু কেউ রান্না করে?"
এই যাও ফ্রেশ হয়ে এসো তারপর বলছি। আমি হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে আবার বাথরুমে ঢুকে পড়লাম।
আদিকে মাঝে মাঝে খুবই অদ্ভুত লাগে। আবার কখনও মনে হয় খুবই সাধারণ, এতো ট্যালেনটেড। আবার কখনও নিহাত গোবেচারা। সেদিন আব্বুর সাথে দেখা করার পর আদি কখন বেরিয়েছে জানি না। ১১:৩০ এ যখন অপিশে গোলাম তখন আব্বুও নেই। বাদশা কেমন শান্ত হয়ে ঘুমচ্ছে। জিমিও বেশ শান্ত সেই আগ্রেসিভভাবটা নেই স্বতঃস্ফূর্ত কিন্তু অ্যাগ্রেসানহীন। গোটা রাস্তা ওই ঘটনাটায় ভাবছিলাম আদিকে কামড়ালো না কিন্তু কেন? আচ্ছা কামড়ালে তো কষ্ট হতো আমার, আদি কি ঠিক আছে? ভীষণ দেখতে ইচ্ছে করছে ছেলেটাকে। ফোন নম্বর আছে আদির কিন্তু এখন কল করলে যদি না ধরে, তাই ভাবলাম ওদের অপিশে ফোন করি। ফোন রিং হয়ে গেল কেউ ধরল না। দ্বিতীয়বার কল করতে যাব তখনই ফোন ঢুকল। "নমস্কার ম্যাডাম, আমি নন্দী বলছি।"
হ্যাঁ, আসলে একটা.....
আমার কথা শেষ করতে না দিয়েই নন্দীবাবু বললেন স্যার বলেছেন উনি বাড়িতে থাকবেন আপনি যেন সেখানে পান।
আমি ঠিকানাটা দিচ্ছি একটু হোল্ড করুন ম্যাডাম।"
"আদি কি জানত আমি ওদের অফিস আসব? কিছু বুঝতে পারছিলাম না। কোন রকমে হ্যাঁ বলে ঠিকানাটা নিলাম।
১২:০০ টার কিছু পরে গাড়ি নিয়ে বের হলাম। এদিকটা বেশ শান্ত, লোকজনও কম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা মোড় ঘুরতেই একটা চারতলা ফ্ল্যাট দেখা গেল। এরই দোতলায় আদি থাকে। আমি মেনগেট টেনে খুলে ভেতরে ঢুকলাম। দোতলা থেকে হালকা মিউজিক আসছে কেউ সেতার বাজাচ্ছে। কিন্তু সেতারের থেকে সুমিষ্ট আওয়াজ এটায়। দোতলায় উঠতেই একটা মিষ্টি গন্ধ আর তার সাথে সেই মন মুগ্ধকর সুর পাওয়া গেল, আচ্ছন্ন লাগছে। এ কি অলৌকিক মায়া যেন এই গরমেও বেশ শীতল লাগছে শরীর, আদিনাথের ফ্ল্যাটের দরজাটা খোলা এখান থেকেই শব্দটা আসছে। ঘরে আসতে করে ঢুকলাম। আদিকি চমকে যাবে? অলৌকিক গন্ধটা এখন বেশ তীব্র আরও আচ্ছন্ন লাগছে। দরজার সামনে রুমে ঢুকতেই দেখলাম। আদি বীণা বাজাচ্ছে, আর কি একটা ধূপ জ্বেলে রেখেছে। তাই এই গন্ধ। মাঝে মাঝে আমিই অতিরিক্ত ভাবি। আদি চোখ বুজে বীণা বাজিয়ে চলেছে। ভারী মিষ্টি সুর। চোখ বুজে শুনলে কোথায় যেন মন নেচে ওঠে। বীণার সুরে হারিয়ে যেতে যেতেই আদির ডাকে বাস্তবে ফিরে এলাম
কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম?
না বলে মাথা হেলালাম,
আদি বলল স্নান করে নাও, তোমার জন্য হেবি রান্না করেছি।
আমি অবাক আদি হঠাৎ রান্না করল, জানল কি করে আমি আসব?
বললাম " তুমি জানতে আমি আসব?" আদি বলল "তা তো বটেই না হলে শুধু শুধু কেউ রান্না করে?"
এই যাও ফ্রেশ হয়ে এসো তারপর বলছি। আমি হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে আবার বাথরুমে ঢুকে পড়লাম।