29-05-2023, 12:01 PM
(28-05-2023, 04:15 PM)Bumba_1 Wrote: আমাদের প্রত্যেকের মনেই রন্টি এবং রজতাভ .. দু'জনেই বাস করে। রন্টি হয়ে যেমন আমরা আমাদের স্বাভাবিক এবং দৈনন্দিন জীবনযাপন করি। পরিবারের সঙ্গে মিশে থাকি, অফিসে যাই, বাজারে যাই, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলি। ঠিক তেমন রজতাভ হয়ে সবার অলক্ষে আমরা ডুব দিই এক রঙিন দুনিয়ায়। তারই তো ফলশ্রুতি এই ফোরাম এবং এই ফোরামের অন্তর্গত বিভিন্ন লেখকদের সৃষ্টি। তবে শেষের প্যারাগ্রাফটা এই সম্পূর্ণ গল্পটিকে একটি আলাদা মাত্রা এনে দিয়েছে। মুখোশের আড়ালে dignified মানুষেরাও কত কিছু করতে পারে এই লেখাটাই তার জলজ্যান্ত দলিল।
পুনশ্চঃ- আগেও এইরকম একটা লেখা পোস্ট করে তুমি আমার বর্তমান সিরিজের নন্দনা আর চিরন্তনের কথোপকথন পাল্টাতে বাধ্য করেছিলে আমাকে। এই লেখাটার পর, আমার বর্তমান সিরিজের জন্য ভবিষ্যতেও সেরকম কিছু করতে হবে আমাকে। দুটো সম্পূর্ণ আলাদা মানুষের মনের এত মিল কি করে হয়, ভগবান জানে!
আমার যত দূর মনে পড়ে আমার নষ্ট সুখ গল্পের কোনো একটা পর্বের সাথে তোমার চলমান গল্পের জন্য ভেবে রাখা কোনো একটা অংশ মিলে গেছিলো, তারপরে আমার অনু গপ্পের থ্রেডে বান্টি পিতার বই পড়ার গল্পটার সাথে তোমার আসন্ন নন্দনার গল্পের জন্য ভেবে রাখা কোনো একটা অংশের অদ্ভুত মিল পেয়েছিলে আর এবার এটার। সত্যিই মাইরি! একবার হলে তাও বোঝা যায়, তিন তিন বার আমাদের চিন্তা ও কল্পনা মিলে গেলো দেখছি। ক্যা বাত ❤❤
মানে মস্তিষ্কের অন্তরে কোথাও একটা সুক্ষ মিল আছে
(28-05-2023, 05:03 PM)Sanjay Sen Wrote: Baban da is back with a bang অসাধারণ বললেও কম বলা হবে। কিন্তু গল্পটা আরেকটু বড় করার গেলে একেবারে জমে ক্ষীর হয়ে যেত, by the way এইরকম দুর্দান্ত গল্পের ★ রেটিং just ভাবা যায় না shame shame shame , যাইহোক আমি রেটিং বাড়িয়ে দিলাম। আপনার গল্পগুলি পড়ে এরকম পাঠক যারা আছে, আশাকরি গল্পটা পড়ার পর তারাও রেটিং বাড়িয়ে দেবে।
অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা ❤
সবসময় পাশে থাকার জন্য আবারো থ্যাংকস।
হ্যা জানি বড়ো করাই যেত কিন্তু ঐযে করা যেত মানেই যে করতে হবে সেটা ভেবে নিলে আর ছোট গল্প জন্ম নিতেই পারতোনা। নইলে তো আমার অনু গল্পের বেশিরভাগথেকে বড়ো গল্প হতো।
আর রেটিং নিয়ে কি আর বলবো। সবই তো জানেন। আর তাছাড়া সবে গল্পটা এসেছিলো তাই হয়তো তখন কেউ ১ দিয়ে দিয়েছে। যারা পড়ে উপভোগ করবে তারা ঠিক বাড়িয়ে দেবে। ওতো আর ওসব নিয়ে ভাবিনা। আসল হলো পাঠকের মতামত। ওটাই হলো পুরস্কার
(28-05-2023, 10:16 PM)Papai Wrote: Notun golpo peye valo laglo. Darun galpo. Ronti ar rojotav er moddhekar difference ta sundor vabe futie tulechen. But laster koekta line golpota ke onno levele niye geche!
অনেক ধন্যবাদ ❤
সবার মধ্যেই এইরকম দুজন থাকে। কারো মধ্যে বেশি প্রকাশ পায় কারো মধ্যে কম। সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা। আর শেষের কটা লাইনই সবচেয়ে আগে মাথায় এসেছিলো