29-05-2023, 01:51 AM
এতো আমাদের নিজেদের গল্প আমাদের আশেপাশের গল্প। যেখানে রন্টি আর রজতাভ পাশাপাশি বাস করে একই শরীরে দুটো আলাদা সত্তা হয়ে। গল্পটার যা থিম তাতে বড় গল্প হতেই পারতো। গল্প বললেও এখানে বাস্তবতার মিশেলটা জবরদস্ত। এমনটাই তো ঘটে চলেছে আজকাল, আর আমরাও সেই মায়ার ফাঁদে পা দিয়ে আটকে যাচ্ছি অতল গহ্বরে।
বড় কিছুর আশায় আছি
বড় কিছুর আশায় আছি
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।