28-05-2023, 10:19 AM
(28-05-2023, 12:16 AM)Mess7 Wrote: প্রথমেই বলি , জাস্ট ফাটাফাটি। হয়ত অসাধারণ শব্দ টা কম হয়ে যাবে। সিটি মারার মত গল্প এগোচ্ছে। তবে দাদা আপনিই বলুন এই 7 টা দিন অনেক কষ্টে অপেক্ষা করার পরে পাওয়া update এ এই মারাত্তক suspence তৈরি হল , নিজেকে কি ধরে রাখা যায় ?? পাঠক কুলের জন্য আর কিছু মনি মানিক্য দিন । ( আমি সেই শ্রেণীর পাঠক যারা গোগ্রাসে গল্পের বই শেষ করে ফ্যালে কেনার পরেই)
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ পাঠকদের মনের মধ্যে আগামী পর্বের জন্য সাসপেন্স তৈরি করতে পারার মধ্যে দিয়েই তো একজন প্রকৃত লেখকের মুন্সিয়ানা প্রকাশ পায়। আর আপনার জ্ঞাতার্থে জানাই .. এর পরের দুটি সারপ্রাইজ পর্বের জন্য এক সপ্তাহ অপেক্ষা করার প্রয়োজন হবে না, তার আগেই চলে আসবে।
(28-05-2023, 09:19 AM)Somnaath Wrote: কিছু লেখক থাকে, যারা বেশি বাতেলা না ঝেড়ে নিজের অসাধারণ লেখনীর মাধ্যমে পাঠকদের একটার পর একটা আব্দার আর দাবি মিটিয়ে তাদের মনোরঞ্জন করে চলে। তুমি সেই লেখকদের মধ্যে অন্যতম সেরা। যখন mental stress চরম সীমায় পৌঁছয়, তখন সেটা প্রশমিত করার জন্য আমরা জানি আমাদের জন্য বুম্বার দেওয়া আপডেট অপেক্ষা করে রয়েছে। এই ভাবেই এগিয়ে চলো বন্ধু আর আমাদের আনন্দ দিয়ে যাও।
অফিসের কাজ, সাংসারিক কাজ, শারীরিক অসুস্থতা .. এই সবকিছু সামলে যখন এই ফোরামের কিছু লেখার জন্য কলম ধরি (এক্ষেত্রে অবশ্য কি-বোর্ডে টাইপ করি বলাটাই যুক্তিযুক্ত) তখন অবাঞ্ছিত কিছু (অ)মানুষের দ্বারা বারবার রাজনীতির শিকার হতে হতে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে একসময় মনে হয় লেখা বন্ধ করে দিই। তারপর যখন তোমাদের মতো পাঠকদের মন্তব্য চোখে পড়ে, তখন আবার লেখার উৎসাহ ফিরে পাই। এই ভাবেই সঙ্গে থেকো সবসময়।
আগের পৃষ্ঠায় নতুন পর্ব এসে গিয়েছে যাদের পড়া হয়নি, চাইলে পড়ে নিতে পারেন।