27-05-2023, 09:33 PM
এইবার যেন অনুভব করছি গল্পে একটা নতুন মোড় আসতে চলেছে। এই প্রথম তোমার ইরো গল্পে এমন একজন চরিত্র এলো যে রক্ত মাংসের মানুষ হয়েও আর পাঁচটা মানুষের মতন সাধারণ নয়। একটু আলাদা। আর সেই আলাদা ব্যাপারটাকে সে কাজে লাগায় কুকাজে। তার মধ্যেকার যতটুকু শক্তির উদ্ভব হয়েছে সেটা সে একপ্রকার বিনাশশক্তির উদ্দেশে ব্যবহার করে। মনের অন্ধকারে লুকিয়ে চুপিসারে কাজ চালিয়ে যাওয়া শয়তান তো আমরা অনেক পড়লাম, এবার না হয় সত্যিই অন্ধকারের পূজারী এক মানুষের সম্পর্কে জানবো।
যদিও আমি কেউ নয় অন্যের গল্পে নিজের ইচ্ছা প্রকাশ করার তবে তুমি জানোই যে এই বিশেষ ব্যাপারে আমার আগ্রহ আছে। তা সে আমার ভয় সিরিজ হোক বা উপভোগ আর অভিশপ্ত বাড়ি গল্প। তাই বলছি এর অতীত সম্পর্কে কিছু সামান্য হলেও ব্যাখ্যা করতে পারো মানে অতীতের নোংরামির ব্যাপারে আর পাশাপাশি বর্তমানে সে রিপুর টানে কতটা প্রয়োগ করতে পারে সেটাও। বিপুল বাবুর বিপুল ক্ষমতা জানার অপেক্ষায় রইলাম।
যদিও আমি কেউ নয় অন্যের গল্পে নিজের ইচ্ছা প্রকাশ করার তবে তুমি জানোই যে এই বিশেষ ব্যাপারে আমার আগ্রহ আছে। তা সে আমার ভয় সিরিজ হোক বা উপভোগ আর অভিশপ্ত বাড়ি গল্প। তাই বলছি এর অতীত সম্পর্কে কিছু সামান্য হলেও ব্যাখ্যা করতে পারো মানে অতীতের নোংরামির ব্যাপারে আর পাশাপাশি বর্তমানে সে রিপুর টানে কতটা প্রয়োগ করতে পারে সেটাও। বিপুল বাবুর বিপুল ক্ষমতা জানার অপেক্ষায় রইলাম।
উফফফফ আগের বারে অমল বাবু অফিসের বাথরুমে হালকা হতে বাধ্য হয়েছিলেন অমন পর্ব পড়ে। এবারের পর্ব পড়ে ভবিষ্যতে কি হতে চলেছে ভেবেই তো.......