23-05-2023, 10:51 PM
![[Image: 1608146224-5fda5d309c4e0-sunil-gangopadhyay.jpg]](https://i.ibb.co/k9KHGZh/1608146224-5fda5d309c4e0-sunil-gangopadhyay.jpg)
লেখালেখির ব্যাপারে আমার গুরু প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় এক ঘরোয়া বৈঠকে বলেছিলেন, “কোন ধারাবাহিক কাহিনী শুরু করাটা খুব শক্ত। কারণ শুরুটাই ভালো না হলে, পাঠক পড়তে উৎসাহী হবে না। কিন্তু তার থেকেও বেশী শক্ত, শেষ করা। পাতার পর পাতা লিখে, গল্পটা টেনে লম্বা করলেও পাঠকের উৎসাহ কমে যেতে বাধ্য। তাই ঠিক সময়, থামতে জানতে হয়।"
আমি এখনও আমার গুরুর সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি।
ভালবাসার ভিখারি