23-05-2023, 10:46 PM
উপসংহার
এক ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েছিলো দুটি গাড়ি। অমল আচার্যদের গাড়ি এবং উর্মিদের গাড়ি একদম পাশাপাশি চলে এসেছিলো, যাকে ট্র্যাফিকের ভাষায় বলে, “কিসিং ডিসট্যান্স”। উল্টোদিক থেকে তীরবেগে ছুটে আসছিলো এক বিশালদেহী ট্রলার। হাইওয়ে, এক্সপ্রেসওয়ের ড্রাইভারা রাত নটা-দশটার পরে রাস্তাটাকে নিজেদেরবাপের সম্পত্তি মনে করে। ছোট গাড়িকে ধর্তব্যের মধ্যেই আনে না। ভাবটা যেন এত রাত্তিরে, তোমাদের মতো ছোট বাচ্চারা রাস্তায় কেন? নেশা করে, আ্যক্সিলেটরের উপরে থানইঁট চাপিয়ে গাড়ি চালায় তারা। তাও, সত্যি কথা বলতে কি, ট্রলারের ড্রাইভারের খুব বেশী দোষ দেওয়া যাবে না। সে তার নিজের লেনে, বাঁ দিক ধরেই চলছিলো। ছোট গাড়ি দুটোই লেন চেঞ্জ করে, তার লেনে চলে আসে। অবাক হয়ে গিয়েছিলো সে। ভেবেছিলো মাতাল ড্রাইভার। তাও সে অনেকক্ষণ ধরেই সে হর্ণ বাজিয়েছে, এবং ডিপার-ডিমার দেখিয়েছে। ভেবেছিলো ছোট গাড়িদুটো সাইডে চলে যাবে। কিন্তু শেষরক্ষা হলো না।
ছোট গাড়িদুটোর ড্রাইভারদেরও কি দোষ দেওয়া যাবে? গত দু’তিনদিন ধরে ডে-নাইট ডিউটি করছে তারা। পৌষমেলা এবং বসন্তোৎসব, এই দুটোই, সারা বছরে তাদের টাকা কামানোর সেরা সময়। দুটো এক্সট্রা টাকা কামানোর জন্যই এই সময় তারা অমানুষিক পরিশ্রম করে। ভাগ্যের কি পরিহাস, একই সময়ে দুজন ড্রাইভারেরই ঘুম লেগে গেলো। একেই কি বলে কালঘুম।
ভালবাসার ভিখারি