23-05-2023, 11:24 AM
(This post was last modified: 23-05-2023, 11:28 AM by Suronjon. Edited 2 times in total. Edited 2 times in total.)
রসালো শাশুড়ি বৌমার স্ক্যান্ডাল : পর্ব ২
Short description: পরমা একজন মধ্য চল্লিশ এর সুন্দরী ঘরোয়া গৃহবধূ। তার একমাত্র ছেলে রুদ্র ভালোবেসে আধুনিকা বাইরে মানুষ হওয়া চাকুরে সেলফ dependend নেহা কে বিয়ে করে আনে। এই নেহার বউ হয়ে আসার পর থেকে সংসার এর নয়ন্ত্রন তার হাত থেকে চলে যায়। মুম্বইয়ে পরিবার সমেত শিফট করে যাওয়ার পর, আধুনিকা চাকুরে সুন্দরী ছেলের বউ এর পাল্লায় পড়ে একজন রক্ষণশীল বাঙালি শাশুড়ি গৃহবধূ মার প্রাত্যহিক জীবনে নতুন রং লাগবার বাস্তব কাহিনী শুরু হয়।
**************************************
পরমা নিজের ছেলের বউ এর বাধন ছাড়া জীবনযাত্রা দেখে মনে মনে প্রমাদ গুনলো। কলকাতায় থাকতে তবুও একটু চক্ষু লজ্জা বলে একটা বস্তু ছিল। মুম্বাই আসার পর ক সপ্তাহ কাটতে না কাটতেই নেহার খোলাখুলি যা খুশি তাই করা দেখে পরমা খুব ঘাবড়ে গিয়েছিল। তাকে শুধরে সংসারে মতি ফেরানোর একটা চেষ্টা করলো। পরমা আসলে খুবই বোকা ছিল। সে তখনও বুঝতে পারে নি, নিজের ছেলের বউ কে শোধ রাতে গিয়ে নিজেরই বিগড়ে যাওয়া সেফ সময় এর অপেক্ষা । নিজের বিপদ এর আচ না পেয়ে পরমা নেহার দিকে বিশেষ ভাবে নজর রাখা চালু করে। আস্তে আস্তে জানতে পারে, নেহা কিছুদিন আগে ও কেবল মাত্র নিজের হাসব্যান্ড রুদ্রর প্রতি পুরো committed ছিল। নিজের হাসব্যান্ড এর প্রতি ১০০% লয়াল ছিল কিন্তু মুম্বই আসবার পর নেহা আর সেফ তার বরের প্রতি আর আগের মতন লয়াল নেই। সে মুম্বই এসে নতুন করে তার জীবনটা আবিষ্কার করে, ওর আরো সব পুরুষ কলিগ ও বন্ধু দের সঙ্গে আরও খোলাখুলি ভাবে মিশতে আরম্ভ করে। অনেক কে তো বাড়িতেও নিমন্ত্রণ করে আনতে শুরু করে।
পরমা লক্ষ্য করে নেহা ওর ছেলে রুদ্রর সঙ্গে একসাথে অফিসে বেরোলেও, ওরা ফিরত আলাদা। নেহাই বেশি দেরি করে ফিরত। এছাড়া ওর প্রতি উইকএন্ড এলেই কোথাও না কোথাও পার্টি থাকতোই। একটা সময় পর সেই সব পার্টি থেকেও ড্রাংক হয়ে বাড়ি ফেরা আরম্ভ করে। অনেক দিন পার্টি থেকে একা ফেরার মতন অবস্থা থাকত না। ওর কোনো পুরুষ কলিগ ওকে বাড়ি ড্রপ করে যেত। পরমা একদিন ওকে কথা বলে সাবধান করে দেয়। এইরকম উঠতি বয়সে নানা প্রলোভন আসে। বিবাহিত নারী হিসেবে এই ভাবে জোয়ারে ভেসে না যাওয়ার জন্য বুঝিয়ে বলল।
নেহা ওর শাশুড়ি মার কথা শুনে চমকে উঠেছিল। সে পরমা কে খুব হালকা নিয়ে ফেলেছিল। সেদিন থেকে ওর সেই ভুল ঘুচে গেল। প্রথম প্রথম কদিন পরমা র কথায় সন্মান দিয়ে বাইরে বাইরে অনুতপ্ত ভাব প্রকাশ করলেও , ভেতরে ভেতরে কোনো পরিবর্তন আনলো না নেহা। তার পরমা কে লুকিয়ে উইকএন্ড পার্টিতে যাওয়া , পুরুষ বন্ধুদের সঙ্গে গোপনে মেলা মেশা করা, বাড়ির বাইরে মদ সিগারেট ইত্যাদি নেশা করা কিছুই বন্ধ করল না।
পরমা ধমক দিয়ে নেহা কে রাত করে ড্রিংক করে বাড়ি ফেরা কিছুদিন এর জন্য বন্ধ করলেও, কয়েক দিন বাদে নেহা পুনরায় drunk করে পুরুষ কলিগ দের হাত ধরে টলতে টলতে রাত করে বাড়ি ফেরার অভ্যাস শুরু করে ফেলে।
বাড়ির বউ উচ্ছনে গেলে সংসার টা আর আগের অবস্থানে থাকে না। এই ক্ষেত্রেও এক ব্যাপার ঘটল। পরমা আপ্রাণ চেষ্টা করলো কিন্তু শেষ মেষ নিজের স্বামী কে আর একমাত্র পুত্র কে আস্তে আস্তে মদ্যপ হওয়া থেকে বাঁচাতে পারলো না। পরমার একমাত্র পুত্র সন্তান রুদ্র অনেক দিন আগে থেকেই নিজের স্ত্রী /প্রেমিকা থেকে ইন্সপায়ার হয়ে লুকিয়ে ড্রিংক করতো। ছেলের ঘর গোছাতে গিয়ে পরমা স্কচ এর বেশ কটা খালি বোতল পেয়েছিল। ছেলের পাশাপাশি পরমার স্বামী দিবাকর ও দেখতে দেখতে ড্রিংক নেওয়া আরম্ভ করলো। নতুন ডাক্টার বন্ধুদের ডাকে পার্টিটে যাওয়াও আরম্ভ করল।
পরমা দিবাকরকে ড্রিংক না করার পরামর্শ দিতে গেলে, দিবাকর পরমার উপর চটে গেল। মুখের উপর কত গুল কথা শুনিয়ে বলল,
" পরমা তুমি না সত্যি যেমনটি ছিলে ঠিক তেমন তাই রয়ে গেলে। সময়ের সাথে সাথে একটুকুও পাল্টালে না। অথচ এত টাকা কিসের জন্য আমি রোজগার করছি বলতে পার? তোমার না হয় কোনো শখ আলহাদ নেই। তা বলে আমারও কি থাকতে নেই। সেদিন মিস্টার সুখোয়ানির পার্টি টে তুমি এত করে বলা স্বত্বেও তুমি গেলে না। তোমাকে কোথাও নিয়েও যাওয়া যায় না। বাড়িতে থেকে থেকে তুমি না দিন দিন আরো বোরিং হয়ে যাচ্ছ। নিজের ছেলের বউ কে দেখে কিছু তো অন্তত শিখতে পারো।"
এই কথা গুলো শুনিয়ে দিবাকর ওর এক ডাক্টার বন্ধু র পার্টি টে বেরিয়ে যায়। কথা গুলো শুনে পরমা খুবই কষ্ট পেয়েছিল। তার ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে টস টস করছিল। সংসারের প্রতি ঐ মুহুর্ত থেকে পরমার মতন রক্ষণশীল নারীর মনেও বিতৃষ্ণা জন্মে গেল। চারটি প্রাণী একি ছাদের তলায় থেকেও যেন দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। একমাত্র ব্রেক ফাস্ট টেবিল ছাড়া ওদের মধ্যে কোনো কথা হত না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থেকে রাতে বাড়ি ফিরে ডিনার করে শুতে চলে যেত। পরমা মন খারাপ নিয়ে সারাদিন ভূতের মতো বাড়িতে বসে থাকতো। আর তার পুরনো সংসারের স্মৃতি রোমন্থন করে বাঁচতো।
এরই মধ্যে ঘটনা প্রবাহ অন্য দিকে টার্ন নিল। যা পরমার জীবনের সমীকরণ দিল পুরো পুরি পাল্টে। রুদ্র হটাৎ করে অফিস টুরে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর চলে গেল। রুদ্র চলে গেলেও নেহা মুম্বইতে থেকে গেছিল। জিজ্ঞেস করে জেনেছিল, নেহা রুদ্রদের কোম্পানির জব ছেড়ে অন্য একটা কোম্পানির আরো একটা হাই স্যালারির জব join করেছে।
এটা নিয়ে রুদ্রর সিঙ্গাপুর যাবার ঠিক আগেই নেহার সঙ্গে সামান্য মনোমালিন্য হয়েছিল। রুদ্র ওকে একটু উচু গলায় কথা শোনাচ্ছিল। পাশের ঘরে পরমা বসে গল্পের বই পড়ছিল। অশান্তি শুনে সে স্থির হয়ে বসে থাকতে পারে না। ছেলের ঘরে এসে ওদের কে চুপ করায় শুধু তাই নয়, প্রথম বার নিজের বৌমার পক্ষ নিয়ে কথা বলে। মার মুখের উপর রুদ্র কোনো কথা বলতে পারে না। সে মাকে প্রাণ দিয়ে ভালোবাসত। সে আর কথা না বাড়িয়ে " সরি মা আমার নেহার সাথে এভাবে কথা বলা উচিত হয় নি। নেহা আই অ্যাম সরি। আমি বেরোলাম। পৌঁঁছে গিয়ে কল করে দেব। তোমরা সাবধানে থেকো।"
এই বলে রুদ্র লাগেজ নিয়ে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। নেহা এদিকে স্বপ্নেও ভাবতে পারে নি যে তার রক্ষণশীল ওল্ড কলেজ মেন্টালিটি র মাদার ইন ল তাকে সাপোর্ট করবে। এই ঘটনায় নেহার পরমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সে এরপর থেকে অন্তর থেকে পরমা কে রেসপেক্ট করতে শুরু করল। তাকে কোম্পানি দেওয়া আরম্ভ করলো। যদিও এর ফল পরমার মতন সাধারণ সরল মনের নারীর পক্ষে খুব ভালো হলো না।
রুদ্রর চলে যাওয়ার পরের দিন থেকেই নেহা তার শাশুড়ি মার প্রতি টা ছোট খাটো ব্যাপারে নজর দেওয়া আরম্ভ করলো। তাকে গড়ে পিঠে তার উপযুক্ত মডার্ন mother in law বানাতে শুরু করলো। প্রথম দিনেই পরমা তার বৌমার তার প্রতি উদাসীন থেকে careful হবার ফল হাতে নাতে টের পেল। সকাল বেলা স্নান সেরে আলমিরা খুলে পরমা দেখলো তার ঘরে পড়বার মতন একটা শাড়ী ও দেরাজে নেই। অথচ তাকে ব্যাংকে যেতে হবে একটা কাজ সারতে। নেহা তার সব কাপড় কাচতে দিয়ে দিয়েছে। পরমা খুব মুশকিলে পড়ে গেল। ভেজা কাপড়ে ই নেহার রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করলো তার কাপড়ের ব্যাপারে। নেহা সব কিছু ঠিক করেই রেখেছিল, সে সটান দুটো প্যাকেট বার করে পরমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি এগুলো পরবে। এতে তিনটে সেট স্লিভলেস কুর্তা আর সালোয়ার পাজামা আছে।
পরমা নেহার দিকে অবাক চোখে তাকালো, তারপর হাত থেকে প্যাকেট গুলো নিয়ে ড্রেস গুলো বের করে খুলে দেখল। কুর্তা গুলোর হাতা পরশন খুব ছোট আর টাইট, আর পিঠের উপরের দিকটা কিছুটা ওপেন আছে, latkhan আছে। পড়ার সময় বেঁধে নিলে পিছন দিক থেকেও খোলা যাবে। ড্রেস গুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর পরমা বলল, না না এরকম ড্রেস আমি পড়ি না। পারবো না।
নেহা বলল, " কম অন মা, পড়ো না তো কি হয়েছে এখন থেকে পড়বে। তুমি দেখেছ তো এখানে সবাই এর থেকে খোলামেলা ড্রেস পড়ে। তোমাকে সেক্সী লাগবে।"
এরপর নেহা পরমার কোনো কথা শুনলো না। শখ করে নিজে চয়েস করে কিনে আনা একটা স্লিভলেস কুর্তা পাজামার সাথে তার শাশুড়ি মা কে পরিয়েই ছাড়লো। শাড়ির পরিবর্তে কুর্তা পড়ার পর পরমার লুক টা চেঞ্জ হয়ে গেছিল। ওইদিন পরমা ব্যাংকে তো বটেই এমন কি কলোনির লোকেরা ও ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ঘুরছিল। এতে পরমার ভারী অস্বস্তি বোধ হচ্ছিল। বাড়ি ফিরে নেহা কে সব বলতে নেহা পরমা কে উস্কিয়ে বলল, " ওহী তহ বাত হে, কি সব সময় শাড়ী পরে থাকো। এবার থেকে আমার পছন্দের মত ড্রেস পরবে তারপর দেখো আগে আগে হোতা হ্যা ক্যা।
তোমার লাইফ যেসব স্বাদ পায় নি আমি না সব পূর্ন করব।
চলবে…....
(এই গল্প কেমন লাগছে কমেন্ট করুন। সরাসরি মেসেজ করতে পারেন আমার টেলিগ্রাম আইডি @SuroTann21)
Short description: পরমা একজন মধ্য চল্লিশ এর সুন্দরী ঘরোয়া গৃহবধূ। তার একমাত্র ছেলে রুদ্র ভালোবেসে আধুনিকা বাইরে মানুষ হওয়া চাকুরে সেলফ dependend নেহা কে বিয়ে করে আনে। এই নেহার বউ হয়ে আসার পর থেকে সংসার এর নয়ন্ত্রন তার হাত থেকে চলে যায়। মুম্বইয়ে পরিবার সমেত শিফট করে যাওয়ার পর, আধুনিকা চাকুরে সুন্দরী ছেলের বউ এর পাল্লায় পড়ে একজন রক্ষণশীল বাঙালি শাশুড়ি গৃহবধূ মার প্রাত্যহিক জীবনে নতুন রং লাগবার বাস্তব কাহিনী শুরু হয়।
**************************************
পরমা নিজের ছেলের বউ এর বাধন ছাড়া জীবনযাত্রা দেখে মনে মনে প্রমাদ গুনলো। কলকাতায় থাকতে তবুও একটু চক্ষু লজ্জা বলে একটা বস্তু ছিল। মুম্বাই আসার পর ক সপ্তাহ কাটতে না কাটতেই নেহার খোলাখুলি যা খুশি তাই করা দেখে পরমা খুব ঘাবড়ে গিয়েছিল। তাকে শুধরে সংসারে মতি ফেরানোর একটা চেষ্টা করলো। পরমা আসলে খুবই বোকা ছিল। সে তখনও বুঝতে পারে নি, নিজের ছেলের বউ কে শোধ রাতে গিয়ে নিজেরই বিগড়ে যাওয়া সেফ সময় এর অপেক্ষা । নিজের বিপদ এর আচ না পেয়ে পরমা নেহার দিকে বিশেষ ভাবে নজর রাখা চালু করে। আস্তে আস্তে জানতে পারে, নেহা কিছুদিন আগে ও কেবল মাত্র নিজের হাসব্যান্ড রুদ্রর প্রতি পুরো committed ছিল। নিজের হাসব্যান্ড এর প্রতি ১০০% লয়াল ছিল কিন্তু মুম্বই আসবার পর নেহা আর সেফ তার বরের প্রতি আর আগের মতন লয়াল নেই। সে মুম্বই এসে নতুন করে তার জীবনটা আবিষ্কার করে, ওর আরো সব পুরুষ কলিগ ও বন্ধু দের সঙ্গে আরও খোলাখুলি ভাবে মিশতে আরম্ভ করে। অনেক কে তো বাড়িতেও নিমন্ত্রণ করে আনতে শুরু করে।
পরমা লক্ষ্য করে নেহা ওর ছেলে রুদ্রর সঙ্গে একসাথে অফিসে বেরোলেও, ওরা ফিরত আলাদা। নেহাই বেশি দেরি করে ফিরত। এছাড়া ওর প্রতি উইকএন্ড এলেই কোথাও না কোথাও পার্টি থাকতোই। একটা সময় পর সেই সব পার্টি থেকেও ড্রাংক হয়ে বাড়ি ফেরা আরম্ভ করে। অনেক দিন পার্টি থেকে একা ফেরার মতন অবস্থা থাকত না। ওর কোনো পুরুষ কলিগ ওকে বাড়ি ড্রপ করে যেত। পরমা একদিন ওকে কথা বলে সাবধান করে দেয়। এইরকম উঠতি বয়সে নানা প্রলোভন আসে। বিবাহিত নারী হিসেবে এই ভাবে জোয়ারে ভেসে না যাওয়ার জন্য বুঝিয়ে বলল।
নেহা ওর শাশুড়ি মার কথা শুনে চমকে উঠেছিল। সে পরমা কে খুব হালকা নিয়ে ফেলেছিল। সেদিন থেকে ওর সেই ভুল ঘুচে গেল। প্রথম প্রথম কদিন পরমা র কথায় সন্মান দিয়ে বাইরে বাইরে অনুতপ্ত ভাব প্রকাশ করলেও , ভেতরে ভেতরে কোনো পরিবর্তন আনলো না নেহা। তার পরমা কে লুকিয়ে উইকএন্ড পার্টিতে যাওয়া , পুরুষ বন্ধুদের সঙ্গে গোপনে মেলা মেশা করা, বাড়ির বাইরে মদ সিগারেট ইত্যাদি নেশা করা কিছুই বন্ধ করল না।
পরমা ধমক দিয়ে নেহা কে রাত করে ড্রিংক করে বাড়ি ফেরা কিছুদিন এর জন্য বন্ধ করলেও, কয়েক দিন বাদে নেহা পুনরায় drunk করে পুরুষ কলিগ দের হাত ধরে টলতে টলতে রাত করে বাড়ি ফেরার অভ্যাস শুরু করে ফেলে।
বাড়ির বউ উচ্ছনে গেলে সংসার টা আর আগের অবস্থানে থাকে না। এই ক্ষেত্রেও এক ব্যাপার ঘটল। পরমা আপ্রাণ চেষ্টা করলো কিন্তু শেষ মেষ নিজের স্বামী কে আর একমাত্র পুত্র কে আস্তে আস্তে মদ্যপ হওয়া থেকে বাঁচাতে পারলো না। পরমার একমাত্র পুত্র সন্তান রুদ্র অনেক দিন আগে থেকেই নিজের স্ত্রী /প্রেমিকা থেকে ইন্সপায়ার হয়ে লুকিয়ে ড্রিংক করতো। ছেলের ঘর গোছাতে গিয়ে পরমা স্কচ এর বেশ কটা খালি বোতল পেয়েছিল। ছেলের পাশাপাশি পরমার স্বামী দিবাকর ও দেখতে দেখতে ড্রিংক নেওয়া আরম্ভ করলো। নতুন ডাক্টার বন্ধুদের ডাকে পার্টিটে যাওয়াও আরম্ভ করল।
পরমা দিবাকরকে ড্রিংক না করার পরামর্শ দিতে গেলে, দিবাকর পরমার উপর চটে গেল। মুখের উপর কত গুল কথা শুনিয়ে বলল,
" পরমা তুমি না সত্যি যেমনটি ছিলে ঠিক তেমন তাই রয়ে গেলে। সময়ের সাথে সাথে একটুকুও পাল্টালে না। অথচ এত টাকা কিসের জন্য আমি রোজগার করছি বলতে পার? তোমার না হয় কোনো শখ আলহাদ নেই। তা বলে আমারও কি থাকতে নেই। সেদিন মিস্টার সুখোয়ানির পার্টি টে তুমি এত করে বলা স্বত্বেও তুমি গেলে না। তোমাকে কোথাও নিয়েও যাওয়া যায় না। বাড়িতে থেকে থেকে তুমি না দিন দিন আরো বোরিং হয়ে যাচ্ছ। নিজের ছেলের বউ কে দেখে কিছু তো অন্তত শিখতে পারো।"
এই কথা গুলো শুনিয়ে দিবাকর ওর এক ডাক্টার বন্ধু র পার্টি টে বেরিয়ে যায়। কথা গুলো শুনে পরমা খুবই কষ্ট পেয়েছিল। তার ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে টস টস করছিল। সংসারের প্রতি ঐ মুহুর্ত থেকে পরমার মতন রক্ষণশীল নারীর মনেও বিতৃষ্ণা জন্মে গেল। চারটি প্রাণী একি ছাদের তলায় থেকেও যেন দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। একমাত্র ব্রেক ফাস্ট টেবিল ছাড়া ওদের মধ্যে কোনো কথা হত না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থেকে রাতে বাড়ি ফিরে ডিনার করে শুতে চলে যেত। পরমা মন খারাপ নিয়ে সারাদিন ভূতের মতো বাড়িতে বসে থাকতো। আর তার পুরনো সংসারের স্মৃতি রোমন্থন করে বাঁচতো।
এরই মধ্যে ঘটনা প্রবাহ অন্য দিকে টার্ন নিল। যা পরমার জীবনের সমীকরণ দিল পুরো পুরি পাল্টে। রুদ্র হটাৎ করে অফিস টুরে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর চলে গেল। রুদ্র চলে গেলেও নেহা মুম্বইতে থেকে গেছিল। জিজ্ঞেস করে জেনেছিল, নেহা রুদ্রদের কোম্পানির জব ছেড়ে অন্য একটা কোম্পানির আরো একটা হাই স্যালারির জব join করেছে।
এটা নিয়ে রুদ্রর সিঙ্গাপুর যাবার ঠিক আগেই নেহার সঙ্গে সামান্য মনোমালিন্য হয়েছিল। রুদ্র ওকে একটু উচু গলায় কথা শোনাচ্ছিল। পাশের ঘরে পরমা বসে গল্পের বই পড়ছিল। অশান্তি শুনে সে স্থির হয়ে বসে থাকতে পারে না। ছেলের ঘরে এসে ওদের কে চুপ করায় শুধু তাই নয়, প্রথম বার নিজের বৌমার পক্ষ নিয়ে কথা বলে। মার মুখের উপর রুদ্র কোনো কথা বলতে পারে না। সে মাকে প্রাণ দিয়ে ভালোবাসত। সে আর কথা না বাড়িয়ে " সরি মা আমার নেহার সাথে এভাবে কথা বলা উচিত হয় নি। নেহা আই অ্যাম সরি। আমি বেরোলাম। পৌঁঁছে গিয়ে কল করে দেব। তোমরা সাবধানে থেকো।"
এই বলে রুদ্র লাগেজ নিয়ে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। নেহা এদিকে স্বপ্নেও ভাবতে পারে নি যে তার রক্ষণশীল ওল্ড কলেজ মেন্টালিটি র মাদার ইন ল তাকে সাপোর্ট করবে। এই ঘটনায় নেহার পরমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সে এরপর থেকে অন্তর থেকে পরমা কে রেসপেক্ট করতে শুরু করল। তাকে কোম্পানি দেওয়া আরম্ভ করলো। যদিও এর ফল পরমার মতন সাধারণ সরল মনের নারীর পক্ষে খুব ভালো হলো না।
রুদ্রর চলে যাওয়ার পরের দিন থেকেই নেহা তার শাশুড়ি মার প্রতি টা ছোট খাটো ব্যাপারে নজর দেওয়া আরম্ভ করলো। তাকে গড়ে পিঠে তার উপযুক্ত মডার্ন mother in law বানাতে শুরু করলো। প্রথম দিনেই পরমা তার বৌমার তার প্রতি উদাসীন থেকে careful হবার ফল হাতে নাতে টের পেল। সকাল বেলা স্নান সেরে আলমিরা খুলে পরমা দেখলো তার ঘরে পড়বার মতন একটা শাড়ী ও দেরাজে নেই। অথচ তাকে ব্যাংকে যেতে হবে একটা কাজ সারতে। নেহা তার সব কাপড় কাচতে দিয়ে দিয়েছে। পরমা খুব মুশকিলে পড়ে গেল। ভেজা কাপড়ে ই নেহার রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করলো তার কাপড়ের ব্যাপারে। নেহা সব কিছু ঠিক করেই রেখেছিল, সে সটান দুটো প্যাকেট বার করে পরমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি এগুলো পরবে। এতে তিনটে সেট স্লিভলেস কুর্তা আর সালোয়ার পাজামা আছে।
পরমা নেহার দিকে অবাক চোখে তাকালো, তারপর হাত থেকে প্যাকেট গুলো নিয়ে ড্রেস গুলো বের করে খুলে দেখল। কুর্তা গুলোর হাতা পরশন খুব ছোট আর টাইট, আর পিঠের উপরের দিকটা কিছুটা ওপেন আছে, latkhan আছে। পড়ার সময় বেঁধে নিলে পিছন দিক থেকেও খোলা যাবে। ড্রেস গুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর পরমা বলল, না না এরকম ড্রেস আমি পড়ি না। পারবো না।
নেহা বলল, " কম অন মা, পড়ো না তো কি হয়েছে এখন থেকে পড়বে। তুমি দেখেছ তো এখানে সবাই এর থেকে খোলামেলা ড্রেস পড়ে। তোমাকে সেক্সী লাগবে।"
এরপর নেহা পরমার কোনো কথা শুনলো না। শখ করে নিজে চয়েস করে কিনে আনা একটা স্লিভলেস কুর্তা পাজামার সাথে তার শাশুড়ি মা কে পরিয়েই ছাড়লো। শাড়ির পরিবর্তে কুর্তা পড়ার পর পরমার লুক টা চেঞ্জ হয়ে গেছিল। ওইদিন পরমা ব্যাংকে তো বটেই এমন কি কলোনির লোকেরা ও ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ঘুরছিল। এতে পরমার ভারী অস্বস্তি বোধ হচ্ছিল। বাড়ি ফিরে নেহা কে সব বলতে নেহা পরমা কে উস্কিয়ে বলল, " ওহী তহ বাত হে, কি সব সময় শাড়ী পরে থাকো। এবার থেকে আমার পছন্দের মত ড্রেস পরবে তারপর দেখো আগে আগে হোতা হ্যা ক্যা।
তোমার লাইফ যেসব স্বাদ পায় নি আমি না সব পূর্ন করব।
চলবে…....
(এই গল্প কেমন লাগছে কমেন্ট করুন। সরাসরি মেসেজ করতে পারেন আমার টেলিগ্রাম আইডি @SuroTann21)