23-05-2023, 02:07 AM
সুখের ঠিকানা বদলায়
সে যে ক্ষণস্থায়ী
জীবনে এসে রাঙিয়ে দিয়ে
কষ্টের সাগরেও ভাসায়।।।
কেমন যেন কাকতালীয় লাগছে সবটা। খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে সবকিছু। তবে ঈশানী খপ্পরে পড়ার আগে যা করা যায় তাই মঙ্গল।
সুখ ছেলে ভালো সেটা তো মোমোর না জানার কথা না, একদম নিজে বিয়ে করে সংসার করে পরীক্ষা নিয়ে এবার ভাতিজির কাছে হস্তান্তর করছে৷ এতবড় ত্যাগ সবাই পারে না।
ওদিকে সুখ যে রাজি না সেটাও তো নয়, সেও তো মনে মনে পালি কে চাইছে। তবে বুঝি মোমোর প্রয়োজন ফুরিয়েছে, যেটুকু ছিল শুধুই অভ্যাস ভালোবাসা না।
সে যে ক্ষণস্থায়ী
জীবনে এসে রাঙিয়ে দিয়ে
কষ্টের সাগরেও ভাসায়।।।
কেমন যেন কাকতালীয় লাগছে সবটা। খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে সবকিছু। তবে ঈশানী খপ্পরে পড়ার আগে যা করা যায় তাই মঙ্গল।
সুখ ছেলে ভালো সেটা তো মোমোর না জানার কথা না, একদম নিজে বিয়ে করে সংসার করে পরীক্ষা নিয়ে এবার ভাতিজির কাছে হস্তান্তর করছে৷ এতবড় ত্যাগ সবাই পারে না।
ওদিকে সুখ যে রাজি না সেটাও তো নয়, সেও তো মনে মনে পালি কে চাইছে। তবে বুঝি মোমোর প্রয়োজন ফুরিয়েছে, যেটুকু ছিল শুধুই অভ্যাস ভালোবাসা না।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy: