22-05-2023, 09:40 PM
(22-05-2023, 09:09 PM)Patrick bateman_69 Wrote: আদি যদি আবার আগের অতীতে ফিরে আসে এই ভয়টা পাচ্ছিলাম সেইটাই হবে বলে মনে হচ্ছে। লাইফ এ অনেক সময় অতিবাহিত আর কষ্টের পরও যদি আদির জীবনে একটু সুন্দর মুহুর্ত না আসে তাহলে মনেন দাদা তুমি খুবই খারাপ হয়ে যাবে আমার কাছে এই বলে দিলাম তোমার উপরে এই রাগ সারাজীবন থাকবে। আর তাড়াতাড়ি আপডেট দাও ভালো কিছু দিও আদির জীবনে কিছুই নেই ওকে এখন অন্তত একটু ভালো থাকতে দাওগো । ওরযে পরিবার থেকেও অনাথ নিজের আপন মানুষ যখন ওকে মারতে চেয়েছে তাহলে একটু চিন্তা করলেই বুঝা যাবে আদির ভিতরে ভিতরে কতো কষ্ট জমে আছে। তাই দয়া করে মনেন দাদা আর কিছু ওর থেকে কেড়ে নেওয়ার থেকে ওর মরণও ভালো।
আরও একটা কথা হচ্ছে আদির জন্য তো আরো একজন অপেক্ষা করে আছে? তার কি হবে? ত্রিভুজ প্রেম দেখতে পাবো কি?
একটু বড়ো আপডেট দিলে কি হতো? একটু তাড়াতাড়ি আর বড়ো করে আপডেট দিও। ধন্যবাদ
লাইক রেপু দিয়ে দিয়েছি।
প্রথমেই ধন্যবাদ পাশে থাকার জন্য

প্রথমে বলি ত্রিকোণ প্রেমের ব্যাপারটা ওটা নাহয় আপাতত সাসপেন্স থাক, দেখা যাক কি হয় ভবিষ্যতে।
এবার আসি। অতীতের কথায়, অতীত বা ইতিহাসকে মানুষ যতই ভুলতে চেষ্টা করুক সেটা সম্ভব নয় কারণ অতীত নিজেকে ভুলতে দেয় না, এটাই সত্যি আর আদিত্যর জীবনে কি হয় সেটা ক্রমশ প্রকাশ্য।
সঙ্গে থাকো পড়তে থাকো।
I'm the King of Dark
&
I rule over all Devils

