22-05-2023, 09:32 PM
কামনারা তিনবন্ধু মিলে একটা টু বেডরুম ভাড়া নিয়ে থাকে। তিনজনই নেপালি। বাকি দুজন হচ্ছে নিশা থাপা এবং আনমোল গুরুং। নিশা এবং আনমোল, দুজনে শান্তিনিকেতনেই পড়াশুনা করে। কামনার স্কুটিতে চড়েই ওদের মেসে এলো পিনকি। সকালেও রিসর্ট থেকে বেরিয়ে, যখন একটাও রিক্সাও না পেয়ে, হতাশ হয়ে দাড়িয়ে ভাবছিলো, কি করে যাবে আম্রকুঞ্জে, তখন এই কামনাই এসে কমপ্লিমেন্ট দিয়েছিলো, “ইউ আর লুকিং ravishing, বেবি”। লাজুক গলায় একটা ‘থ্যাঙ্কু’ দিয়েছিলো সে। কামনা বলে উঠলো. “নো মেনসন, বেবি। বাই দ্য ওয়ে, হাউ ইউ আর প্ল্যানিং টু গো টু আম্রকুঞ্জ?” এরপর কামনাই তাকে অফার করলো তার স্কুটিতে যাওয়ার জন্য। খোয়াইের উপর শ্যামবাটী ব্রিজের ওপর থেকেই গাড়ীর জ্যাম লেগে আছে। মনে হয় কলকাতা থেকে সব চারচাকা এখানেই চলে এসেছে। গাড়ীগুলো স্থাণুর মতো দাড়িয়ে আছে। নো নড়ন-চড়ন, নট কিচ্ছু। কখন পৌঁছবে এরা? এর মধ্যেই কিন্তু কামনার স্কুটি ফাঁক দিয়ে গলে, মিনিট দশেকের মধ্যেই আম্রকুঞ্জে পৌঁছে গেলো।
প্রথমে একটু ইতঃস্তত করেও, শেষ অবধি অমলের রিকোয়েস্টে রিক্সায় চড়েই বসেছে উর্মি। এখন বুঝতে পারছে ভালোই করেছে। সারাটা রাস্তা একটাও খালি রিক্সা চোখে পড়েনি। সব ট্যুরিস্টই সেয়ানা, আগে থেকেই রিক্সা বুকিং করে রেখেছে। আর গাড়ীর তো কোনো প্রশ্নই নেই। শ্যামবাটী থেকেই যা জ্যাম শুরু হয়েছে, গাড়ীগুলো এগোতেই পারছে না। রিক্সা তাও এ’গলি-ও’গলি হয়ে ঠিক পৌঁছে দেবে। আলাপ-পরিচয় সারা হয়ে গিয়েছে। ওই কারণেই কাল ট্রেনেই ভদ্রলোককে দেখে কেমন চেনা-চেনা ঠেকছিলো। দেবাংশুদের অফিসের জার্নালে ওনার ছবি দেখেছে। দেবাংশুর কাছে ওনার সম্পর্কে অনেক গল্পও শুনেছে। কিন্তু যেমন শুনেছে, তেমন তো মনে হচ্ছে না, বরং বেশ সম্ভ্রান্ত ভদ্রলোক বলেই মনে হচ্ছে।
ভালবাসার ভিখারি