22-05-2023, 02:38 AM
খুবই সুন্দর হচ্ছে. এইভাবেই লিখতে থাকো.
King, কোনো idea তো দিতে পারছি না. তবে খুব একটা humiliation থাকলে পরে কিছুটা অবিশ্বসনীয় হয়ে যায়. যাই যোগ করো না কেন, এই দিকটাতে লক্ষ্য রেখো যেন গল্পের মূল ভাবধারার সঙ্গে সঙ্গতি বজায় থাকে. তুমি গল্পে আগেই বলেছিলে যে, গল্পের সূত্রধার (কথক) পরবর্তীতে আর্মির বড় অফিসার পদে উন্নীত হয়. এবং সামরিক মহড়ায় দুবাই যাওয়ার উপায় করে. এই ব্যপারগুলো, এখন যে গল্পে ঘটনাগুলো নিয়ে আসবে, এর সঙ্গে যেন সঙ্গতিপূর্ণ হয়. খুবই delicately তোমাকে এখন লেখাতে deal করতে হবে. এবং আমি বিশ্বাস করি, তুমি পারবে.
শুভকামনা রইলো.