21-05-2023, 08:09 PM
এরকম চমৎকার গল্প খুব কম লেখকই লিখতে পারেন। গল্পের বাঁধুনী মারাত্নক টাইট। খুঁৎ খোজার অবকাশই ছিলো না। প্রতিটা বিষয়ের প্রতি এতোটাই যত্ন নিয়া হয়েছে যে কোনো অভিযোগ করার মতো সাহস অতিমাত্রায় খুঁতখুতে কোনো সমালোচকও করবে বলে মনে হয় না। আর এজন্যই বেশী আশাহত হয়েছি এরকম একটা গল্প হঠাৎ করেই থেমে যাবার জন্য। লেখকের লেখার হাত এতোটাই পাকা যে ওনি ইচ্ছে করলে যেকোনো সময় পাঠকদের মন নিয়ে টানা-হেঁচড়া করার ক্ষমতা রাখেন। তিনি তা করেওছেন। হঠাত করে লেখা বন্ধ করে দিয়ে অগণিত পাঠকের মন ভেঙ্গে দিয়েছেন।
আহাহা ! যদি গল্পটা শেষ অবধি পেতাম... আমি নিশ্চিত এটি একটি মাস্টার পিস হতে পারতো।
চমৎকার এই গল্পটি (গল্পের অংশ বিশেষ) আমাদেরকে উপহার দেবার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।
আহাহা ! যদি গল্পটা শেষ অবধি পেতাম... আমি নিশ্চিত এটি একটি মাস্টার পিস হতে পারতো।
চমৎকার এই গল্পটি (গল্পের অংশ বিশেষ) আমাদেরকে উপহার দেবার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।