21-05-2023, 02:16 PM
ফাটাফাটি পর্ব, তার সঙ্গে মানানসই প্রচ্ছদ। বাপ্পা তখন না চলে এলে ওর মায়ের সঙ্গে কি করত দুষ্টু লোকগুলো, ভগবান জানে! এই stressful জীবনে stress relief এর জন্য যারা এই ফোরামে আসে, তাদের জন্য তোমার গল্পগুলো অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে -- এটা সকলেই জেনে গেছে এতদিনে। এই ভাবেই আমাদের আনন্দ দিয়ে যাও বন্ধু।