21-05-2023, 11:16 AM
(21-05-2023, 10:24 AM)Bumba_1 Wrote: আমার চারপাশে যে সমস্ত লোকেরা থাকে তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই তো আমার উপন্যাসের চরিত্রগুলির ম্যানারিজম সৃষ্টি করি আমি। এই যে ভুল অথবা সম্পূর্ণ অন্য অর্থ বোঝায় .. এইরূপ ইংরেজি বলার মানুষ তো আমাদের বাড়িতেই রয়েছে। আমাদের বাড়িতে নমিতা বলে যে মেয়েটা থাকে, রান্নাটান্না করে দেয় .. ওর মোবাইল সংক্রান্ত একটি অদ্ভুত ইংরেজি বলার ঘটনা তো আমার গোলকধাঁধায় গোগোল উপন্যাসে তোমাদের বলেছিলাম। এইরকম ছোটখাটো ঘটনা ও মাঝেমধ্যেই ঘটায়। অ্যাক্সিডেন্টে পায়ে চোট লাগার পর যখন ডাক্তারবাবু বলে গেলো, "আমি তো ট্রিটমেন্ট করবোই, কিন্তু দুই সপ্তাহ কমপ্লিটলি রেস্ট দরকার তোমার .." তখন সব কথায় কথা বলা নমিতা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলো, "রেস্ট ইন পিস জামাইবাবু .." , সেই শুনে তো বাড়ির সবাই হাঁ হাঁ করে উঠলো। বললো, "এসব, কি বলছিস তুই? এই কথার মানে জানিস?" খুব স্বাভাবিকভাবে নমিতা উত্তর দিলো, "হ্যাঁ, না জানার কি আছে? ডাক্তার তো বলেই গেলো বিশ্রাম নেয়ার জন্য। তাই আমি জাঁইবু (জামাইবাবু) কে বললাম শান্তি মতো বিশ্রাম নাও। ভুলটা কি বলেছি? হুঁ হুঁ বাওয়া , ইংরেজিতে আমি বরাবর ভালো। দেখলে তো, কিরকম ফটফট করে ইংরেজি বলে দিলাম।" বাড়ির সবাই চুপ।