20-05-2023, 02:03 PM
(20-05-2023, 08:02 AM)Monen2000 Wrote: লেখা চলছে দেখা যাক কতটা হয়।
লেখা জিনিস টা মস্তিষ্ক আর মননের বিষয়। চাইলেই তো আর গড়গড় করে লেখা হয়ে যায় না৷ আবার তাড়াহুড়ো করতে গিয়ে লেখার ছন্দও নষ্ট হয়৷ ধীরে সুস্থে সময় নিলে লেখো, ভালো কিছুর জন্য অপেক্ষা করাই যায়।
হুম এমন লেখায় মনের আকর্ষণ বাড়ে ইচ্ছে জাগে সবটা যদি এক রাতেই পড়ে শেষ করে ফেলতাম, তবে অপেক্ষা করে থাকাটাও কিন্তু মধুর হয়।

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
