19-05-2023, 09:55 PM
(19-05-2023, 01:44 PM)Boti babu Wrote: এখানে যত দোষ সব এই লেখক ব্যাটা মনেন এর এত দেরি করে আপডেট দিলে এমনই হবে। আরে ভায়া জলদি একখানা আপডেট দিয়ে দাও না হলে এই লেখার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। আর এর জন্য দায়ী কিন্তু তুমি থাকবে।
আমার কিন্তু বেশ মজা লাগছে এই মিষ্টি কথা কাটাকাটি পাঠকরা তোমার লেখার জন্য ঝগড়া করছে একজন লেখকের এর থেকে বেশি কিছু পাওয়ার নেই চাওয়ার নেই পাঠকদের কাছে।।।।
নিজের লেখার আরো উৎকৃষ্ট পর্যায়ে নিয়ে যাও । এমন সব ঝগড়া আরো হোক তোমার লেখার জন্য এই আশাই রাখবো। ভালো থেকো সব সময়।


ভাই সত্যিই তাড়াতাড়ি দিতে চাই কিন্তু কাজের চাপ বলো আর গরম বলো এর জন্য সারাদিন খেটে বাড়ি এসে আর এই নিয়ে মাথা ঘামাতে ইচ্ছা করে না, আর দ্বিতীয় মাঝে মাঝে আইডিয়া আসে না তাই আটকে যাই তারপর আবার এলে লেখা শুরু করি, তবে আশা করছি তাড়াতাড়ি একটা হলেও আপডেট দেবো।
I'm the King of Dark
&
I rule over all Devils

