19-05-2023, 01:45 AM
(18-05-2023, 11:56 AM)Bumba_1 Wrote: এই পর্বে লক্ষ্মী, মাধুরী, এবং আলেয়া .. এই তিনটি নারী চরিত্র এবং তাদের দৈনন্দিন কার্যকলাপ with their কাছের মানুষ, এগুলি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আগের পর্বেই বলেছি সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী, এই পর্বেও সেটাই হয়েছে। শুভর কাছে চিরকাল কি অধরাই থেকে যাবে মাধুরী .. দেখা যাক কি হয়। এদিকে আলেয়া সুমনকে চুম্বন প্রদান করবে নাকি .. সেটাই লাখ টাকার প্রশ্ন।
প্রেমিক প্রেমিকার কাছে আবদার রেখে কিছু না পেলে প্রেমিকের মনে গোসা হয় আবার সেটা প্রেমিকার সহ্য হয় না। তাই তো বেজায় জটিল সমীকরণ।
বৌদি কি প্রথম আবদারেই দিয়েছিল??
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।