18-05-2023, 11:02 PM
## ৮৭ ##
আজ একটি পবিত্র দিন। বাঙালীর বারো মাসে তেরো পার্বণের মধ্যে অমল আচার্য্যর প্রিয়তম পার্বণ এই দোলযাত্রা বা বসন্তোৎসব।
ভগবৎ পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যায় নিযুক্ত হয় এবং তার থেকে এই বর পায় যে, সে জীব-জন্তু ও যে-কোন অস্ত্র বা শষ্ত্রের দ্বারা অ-বধ্য হবে এবং ভূতলে, জলে বা শূণ্যে ও দিনের বেলা কিংবা রাতের বেলা, ঘরের ভিতরে বা বাইরে তার মৃত্যু হবে না। এরকম বর পেয়ে প্রচণ্ডভাবে দৃপ্ত ও উজ্জীবিত হয়ে হিরণ্যকশিপু আদেশ করলেন তার রাজ্যে তাকে ছাড়া আর কাউকে যেনো পূজা না করা হয়। কিন্তু তার কনিষ্ঠ পুত্র প্রল্হাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। কিছুতেই প্রহ্লাদ হরিনাম ত্যাগ না করায় হিরণ্যকশিপু তার প্রাণনাশের আদেশ দিলেন। বিষাক্ত সাপের বিষ প্রয়োগ করে, প্রজ্জ্বলিত আগুনে চিতায় প্রবেশ করিয়ে, গভীর জলে ডুবিয়ে, হাতির পদতলে পৃষ্ট করে, ধারালো অস্ত্রের আঘাত করেও প্রহ্লাদের মৃত্যু হয়নি দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি এই সকল বিপদ থেকে কিভাবে রক্ষা পেলে?”
প্রহ্লাদ হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে বললেন, “সর্ববিপদভঞ্জন হরিই আমাকে এ সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন”।
এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, “তোমার হরি কোথায় থাকেন?”
প্রত্যুত্তরে শিশু প্রহ্লাদ বললেন, “তিনি সবসময়, সব জায়গায় অবস্থান করেন।“
দৈত্যরাজ পুণরায় তাকে জিজ্ঞাসা করিলেন, “তোমার হরি এখন এই স্ফটিকস্তম্ভে আছেন কি?”
প্রহ্লাদ উত্তর দিলেন, “আছেন বৈ-কি!”
এ কথা শুনে প্রচণ্ড গর্জন করে দৈত্য হিরণ্যকশিপু ঐ স্ফটিকস্তম্ভ পদাঘাত করে ভেঙ্গে ফেললেন। ঐ মূহুর্তেই সেখান থেকে ভগবান বিষ্ণু, নরসিংহ (যা মানুষও নয়, জন্তুও নয়) অবতাররূপে বেরিয়ে এসে, হিরণ্যকশিপুকে নিজের উরুর উপর রেখে (যা ভূতল, জল বা শূণ্য নয়), গোধূলি বেলায় (যা দিনও নয়, রাতও নয়), দরজার চৌকাঠে দাড়িয়ে (যা ঘরের ভিতরও নয় বা বাইরেও নয়) নখ দিয়ে (যা অস্ত্রও নয় আবার শষ্ত্রও নয়) বুক চিরে তার প্রাণ সংহার করে।
হোলি তাই অশুভশক্তির উপর শুভশক্তির জয়ের প্রতীকি উৎসব হিসাবেই পালিত হয়।
আবার শৈব মতানুযায়ী, সতীর দেহ তো শিবের ক্রোধে ৫১ খণ্ড হয়ে গেল। সতীর শোক ভুলতে শিব তপস্যায় বসলেন। এদিকে তাড়কা নামে এক রাক্ষসী তখন জ্বালিয়ে খাচ্ছেন দেবতাদের। তারা বুঝলেন, শিবের পুত্র ছাড়া কারও সাধ্য নেই এই রাক্ষসীকে নিধন করার। তাই, শিবের তপস্যা তো ভঙ্গ করতেই হবে। সেই ভার পড়ল কামদেব মদনের উপর। তিনি বসন্তপঞ্চমীর দিন ফুলের শর নিক্ষেপ করলেন ধ্যানরত শিবের উপর। শিবের তপস্যা গেল ভেঙ্গে। রাগে ত্রম্ব্যকেশ্বরের তৃতীয় চোখ থেকে বেরিয়ে এল আগুন। ভস্ম হয়ে গেলেন কামদেব। কিন্তু তাঁর ছোঁড়া তিরে কাজ হল। হর-পার্বতীর মিলন হল। শিব-পার্বতীর বিয়ের পরে জন্ম নেন কার্তিক। তাঁর হাতে নিধন হয় তাড়কার। পরে কামদেবের স্ত্রী রতিদেবীর চল্লিশ দিন ব্যাপী কঠোর তপস্যার ফলে নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রমৌলি শিব কামদেবের পুনর্জন্ম দান করলেন।
তাইতো বসন্তপঞ্চমীর চল্লিশদিন পরে ফাল্গুনী পূর্ণিমার শুভদিনে পালিত হওয়া এই উৎসবকে কামদেবের প্রত্যাগমন বা মানুষের জীবনে প্রেম-ভালোবাসা ফিরে আসার দিন হিসাবেই মান্যতা দেন শৈব মতাবলম্বীরা।
আবার বৈষ্ণবরা এই উৎসবটিকে পালন করেন রাধা-কৃষ্ণের পবিত্র প্রেমের স্মৃতি উদযাপনের মধ্য দিয়ে। কথিত আছে, শৈশবে পুতনা রাক্ষসীর বুকের দুধ পান করার ফলে কৃষ্ণ অসিতবরণ হয়ে যান। যৌবনে তার মনে সন্দেহের উদ্রেক হয়, গৌরাঙ্গী রাধিকা এবং গোপিনীরা, তাকে পছন্দ করবেন কি না। তার মা তাকে বলেন, সে নিজে গিয়ে রাধার মুখে তার পছন্দের রঙ লাগান; কৃষ্ণ তাই করেন এবং সৃষ্টি হয় এক মহৎ প্রেমের। ফাগুয়ার এই রঙের উৎসব এক অন্য মাত্রা পায় রাধা-কানুর প্রেমের প্রেক্ষাপটে।
ব্রক্ষ্ম বৈবর্ত পুরানে বর্নিত আছে ব্রহ্মার আজ্ঞানুসারে দেবী রাধিকা হাসিমুখে কৃষ্ণের শয়নকক্ষে গিয়ে তার সাথে সঙ্গমে লিপ্ত হলেন। কামশাস্ত্র পারদর্শী কৃষ্ণ তার প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ দিয়ে রাধিকার প্রত্যেক অঙ্গ-প্রতঙ্গে আলিঙ্গন করে শৃঙ্গার করলেন, হাত ও নখ দিয়ে তার সর্বাঙ্গ ক্ষত-বিক্ষত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা নিষ্টুরভাবে শরীর ক্ষত-বিক্ষত হওয়ায় এবং সারা রাতভর যৌন নিপীড়নের কারণে সকালে দেখা গেল রাধিকার পরিহিত বস্ত্র এত বেশী রক্ত রঞ্জিত হয়ে পড়েছে যে, লোক লজ্জায় রাধিকা ঘরের বাইরে আসতে পারছেন না। তখন শ্রীকৃষ্ণ দোল পুজার ঘোষনা দিয়ে হোলি খেলার আদেশ দেন। সবাই সবাইকে রঙ দ্বারা রঞ্জিত করতে শুরু করে। তাতে রাধিকার বস্ত্রে রক্তের দাগ রঙের আড়ালে ঢাকা পড়ে যায়। সেই থেকে হোলি খেলার প্রচলন শুরু হয়।
পৌরাণিক ব্যাখ্যা যাই থাকুক, এই রঙের উৎসবকে এক আনন্দঘণ উৎসব হিসাবেই দেখতে চান অমল। কিন্তু গতরাতের ব্যর্থতাটা কাঁটার মতো বুকের মধ্যে খচখচ করছে। কলেজে পড়া এস ওয়াজেদ আলির একটা প্রবন্ধ মনে পড়লো – “ইচ্ছাশক্তি”। প্রবন্ধকার বলেছিলেন, ইচ্ছাই আসল শক্তি। সেটা যে কতো বড়ো ভুল, আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অমল। শুধু ইচ্ছা থাকলেই হয় না, তার সাথে শারিরীক শক্তিও দরকার। আর সে শক্তি, কৃত্রিম উপায়ে বিদেশী স্টেরয়েডজাতীয় ওষুধের দ্বারা অর্জন করা যায় না।
ভালবাসার ভিখারি