Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#18
কথাটা আমার বলার বা আমার শোনানোর না কথাটা তোমার বাস্তব ফিল হওয়ার। আমি বললে......
ড্রাইভিং সিটের উইন্ডোতে একজন ভদ্রলোক নক করলেন, অআদি কাঁচ নামিয়ে কিছু একটা বলতেই ভদ্রলোক ইশারায় কিছু একটা দেখালো। আদি বলল" চলো এখন কাজের দিকে একটু নজর দেওয়া যাক" 
গাড়িটা দাঁড়ানোর পর আদি আমার দিকের দরকার খুলে আমাকে বাইরে আনল, সামনে একটা বেশ বড়ো গর্ত তার পাশে একটা বিল্ডিং ওঠার কাজ হচ্ছে,তলা দশেক হয়েছে আরও হবে। সোলার প্যানেলও আছে বেশ কিছু। আদির সামনে একজন কালো ভদ্রলোক এলেন। হ্যান্ডশেক করার পর পরিচয় করিয়ে দিল আদি, "ইনি ভিক্টর জেমস ওক্যাম্পো", নাইজেরিয়ান ইঞ্জিনিয়ার।"
খুব দক্ষ, আমার সাথে আগেও কাজ করেছি। ইনি এই প্রজেক্টের ইনভেস্টার মিস. আফ্রিন সুলতানা"
"Hello miss sultana"
Hello
"Adinath told me that you are very smart leader in you company "
Is it?
জেমস হেসে উত্তর দিল "Adinath is right must say"
বলে আদির সাথে হ্যান্ডসেক করে চলে গেল। 
তুমি আমার ব্যাপারে এতো ওকে কখন বললে?
ফাস্ট দিন মিট করার আগে। 
বাহ, এতো কিছু জানলে কি করে?
একটু স্টাডি করে, ওয়েট বলেই আদি একটা ব্লু প্রিন্ট বের করে আমাকে বলল বিছিয়ে রাখো। 
গাড়ির উপর ব্লুপ্রিন্টটা বিছোলাম। আদি কাকে ফোন করল। মিনিট দুয়ের পরে একজন লম্বা ইংরেজ ভদ্রলোক আমাদের সামনে এলেন, 
হ্যালো পিটার, 
হ্যালো আদি স্যর। 
ক্যান ইউ প্লিজ হেল্প আস টু অ্যান্ডরস্টান্ড দ্য ব্লু প্রিন্ট। সি
 ইজ আওয়ার নিউ নিভেস্টার। 
পিটার হেসে ব্লু প্রিন্ট বোঝাতে শুরু করল । ব্লু প্রিন্ট কি দেখবো আমি তো আদিকে দেখতে ব্যস্ত ওর লুকস দেখে আমার মন কোথায় হারিয়ে যায় কে জানে?
পিটার যখন বলল "ম্যামম"
তাকাতেই দেখি পিটার আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, 
" ডু ইউ অ্যান্ডারস্ট্যান্ড ম্যাম?"
আদি অন্য একটা গাড়িতে হ্যালান দিয়ে দূরের সাইটটা দেখছিল, এখন আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে।"
পিটার চলে যেতেই, আমার কাছে আদি এলো, বলল বুঝলে?
বললাম "হ্যাঁ"
আদি হেঁসে বলল তা তোমার বাবাকে কি বলবে?
"বলে দেব কিছু একটা"
থাক যদি কিছু বলেন, আমাকে বলো আমি নিজে গিয়ে বুঝিয়ে দিয়ে আসব।"
"তুমি ডিজাইনের কি বোঝা?"
ডিজাইনটা আমারই করা পিটার ইজ মাই অ্যাসিসটেন্ট"
"বলো কি?"
"ইয়েস ম্যাডাম"
কথা বলতে বলতে কখন আদির কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে আছি মনেই নেই। কি অদ্ভুত শান্তি যেন ওর শরীরে মাথায় মিষ্টি হাতের স্নেহ। সূর্য এখনও আছে বেশ কতকটা তার তেজও আছে,তবু একটা মিঠে হওয়া পাওয়া যাচ্ছে। হঠাৎ একটা চিৎকারে চোখ ট
 আপনা থেকেই ওদেকে ঘুরে গেল, বিল্ডিং থেকে একটা সোলার প্যানেল স্লোভ নিচে পড়ছে আর একজন বয়স্ক মিস্ত্রি নীচে রয়েছে, আদি আমার আস্তে করে ছাড়িয়ে এক লাফে গর্ত ডিঙিয়ে লোকটাকে এক ধাক্কা দিল, সোলার প্যানেল পড়ল মাটিতে ধুপ করে বেশ জোরেই শব্দ হল, আমি ছুটে গিয়ে দেখি আদি উঠে বসে ধূলো ঝারছে। দুজন লোক ওকে ধরে তুলছে, বললাম "তোমার লাগে নি তো?"
না গায়ের পাশে পড়েছে। 
বুড়ো লোকটা ভয়ে কাঁপছে। আদি কাকে যেন ডাকতে বলল কিছু পরে নন্দীবাবু এলেন। আদি ওনাকে কিছু একটা বলল। 
উনি চলে যেতেই আদি আমাকে বলল চলো তোমাকে বাড়ি ছেড়ে দি।
বললাম "অফিস অবধি দাও, গাড়ি আছে অফিসে ভুলে গেলে?"
আচ্ছা। 
ওদের অফিস গ্যারেজে আসতেই আদির ফোনে কল এলো। আদি বলল "হ্যাঁ ওদের আজ বলুন ছুটি, আর এখন কাজ করতে হবে না,
বুড়ো লোকটার চিকিৎসা হলো?
সেরকম কিছু হয়নি তো? আচ্ছা নন্দীবাবু, না অফিসে....ঠিক আছে।"
আমাকে বলল " পরী আমার একটা কাজ আছে, আপনি বাড়ি চলে যান।"
বললাম হু
গাড়িতে উঠে বসতেই আদি বলল "বাড়ি ঢুকে কল করবে"
মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিলাম।"
গাড়ির মিমর ভিউ থেকে আদিনাথ ক্রসশ ছোটো হতে থাকল। বাড়ির দিকে গাড়ি ঘোরালাম। তবু কোথাও একটা খটকা লাগছে।
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 18-05-2023, 08:13 PM



Users browsing this thread: 2 Guest(s)