Thread Rating:
  • 24 Vote(s) - 3.42 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica একটি চড়ুই পাখির অবতরণ
#12
ফেব্রুয়ারি ২৬, ২০২১ (বিকেল ৬:১৫)

আমরা দুজনে একসাথে ক্যাফের থেকে বের হলাম। এবার আমি তার ট্রলি ব্যাগ টি টেনে নিয়ে চলেছিলাম। আমার হোটেলটি বেশি দূরে ছিলো না, দশ মিনিট হাঁটা পথ। আমরা অর্ধেকটা পথ একদম চুপচাপ ছিলাম।

সে তার ঠোঁট কামড়ে ধরে, আমার সঙ্গে একটা চৌরাস্তা পার করলো, তার চোখ মুখ যেনো অতীত নিয়ে চিন্তা করছে। শেষ পর্যন্ত সে বললো, "আমি বিশ্বাস করতে পারছি না যে শেষ পর্যন্ত আমি গ্যাংটকে চলে আসলাম তোমার সাথে দেখা করতে।

আমিও এবার হাসতে শুরু করলাম আর বললাম, "আমিও তো বিশ্বাস করতে পারছি না …… ।"

তিনি ধীরে ধীরে তার মাথা নাড়লেন, হাঁটতে হাঁটতে রাস্তার চারিদিকে তাকিয়ে অল্প একটি হাসি মুখে ফুটে উঠলো, যেনো কিছুটা অবিশ্বাসের আবার কিছুটা গর্বের। "আমি যা করছি, ……  আমার স্বভাব এইটা নয়। আমি, ….  আমি এর আগে কখনো এইরকম ব্যবহার আমার সারা জীবনে করি নি।" তিনি বললেন।

আমরা দুজনেই পাশাপাশি হেটে চলেছিলাম। আমি বললাম, "যেটা জীবনে কোনো দিনও করি নি, সেইটা করাটাই কি আমাদের দুজনার আসল উদ্দেশ্য নয়?"

এইবারে আমার কথা শুনে, ওনার সারা মুখে সুন্দর একটি হাসি ফুটে উঠলো, আর বললেন, "মনে তো হয়, সেইটাই তো উদ্দেশ্য।"

আমি ওনার থেকে বেশ কিছুটা লম্বা ছিলাম, তাই ওনাকে আমার মুখের দিকে তাকাবার জন্য মাথা উঁচু করে তাকাতে হচ্ছিল। "তোমাকে আমার একটা কথা বলা দরকার," তিনি বললেন, "আমার কেমন যেনো একটা ভীতি ভীতি ভাব লাগছে। আমার পা, হাটু দুটো কেমন কাঁপছে মনে হচ্ছে।"

"আমারও তাই।" আমি উত্তর দিয়ে, আরো কয়েক পা হেটে এগিয়ে গেলাম। বলবো কি বলবো না, বলবো কি বলবো না, যে কথাটা আমার বলা উচিৎ, কিন্তু বলতে আমার একদম ইচ্ছে নেই, তাই নিয়ে মনের মধ্যে দ্বন্ধ চলছিল। শেষ পর্যন্ত আমি ঠিক করলাম, আমার বলাই উচিৎ। "এখনো সব বন্ধ করে দেবার সময় কিন্তু পার হয়ে যায় নি।"

"পৃথিবী উল্টে গেলেও আর তা সম্ভব নয়।"

এর সঙ্গে সঙ্গেই আমরা দুজনে হেঁসে উঠলাম। দুজনে হাত ধরাধরি করে এগিয়ে যেতে লাগলাম। এইটাই তো তার আসল ব্যক্তিত্ব ছিলো, যেটার সাথে আমি পরিচিত ছিলাম, সেই চ্যাট রুম থেকে।

আমরা হোটেলে প্রবেশ করলাম আর আমি তার কোমরে একটি হাত রেখে, তাকে এগিয়ে নিয়ে গেলাম, উপরে ওঠার সিঁড়ির দিকে। (এখানে লিফ্ট নেই।) তার কোমরের ছোঁয়া, আমার শরীরে একটা শিহরণ উৎপন্ন করলো। ধীরে ধীরে আমরা উপরে উঠতে শুরু করলাম। আমার খুব ইচ্ছে করছিলো ওকে চুমু খেতে, ওকে এক টানে আমার বুকের মধ্যে টেনে নিয়ে এসে, জড়িয়ে ধরি, কিন্তু তার জন্য তো আমরা আজ এখানে আসি নাই।

আমার মনে পরলো, আমার কি কর্তব্য।

আমি - তুমি একটি নিরাপদ শব্দ বাছাই করেছো তো? 

সে - হাঁ, শব্দটা হলো 'এরোপ্লেন'। 

আমি - এরোপ্লেন?

সে - হাঁ, এই যেমন চড়ুই আর বাজ পাখির মতন আকাশে উড়ে বেড়ায়।

আমি (এবার একটু হেঁসে) - ঠিক আছে, তুমি 'এরোপ্লেন' বললেই, আমরা যা করছিলাম, সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি।

সে কিছুটা বিনয়ীপূর্ণ ভাবে হাসলো, মাথাটা উঠিয়ে আমার চোখের দিকে প্রলোভন ভরা দৃষ্টি দিয়ে তাকালো আর বললো, "আমার নিরাপদ শব্দটা ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু আমি নিরাপদ শব্দটা ব্যবহার করার খুব কাছাকাছি পরিস্তিথিতে পৌঁছাতে চাই।" আর আমার দিকে মুচকি হেঁসে, একটি চোখ টিপলো।

আমরাও তিন তলায় পৌঁছে গেলাম। আরো একবার আমি তাকে আপাদ মস্তক তাকিয়ে দেখলাম। কি আশ্চর্য্য দুনিয়ায় আমরা থাকি। আমরা দুজন কেউ কারো নাম জানি না, এবং তবুও আমরা একে অপরকে অন্তরঙ্গভাবে জানতাম। আমরা ক্যাফেতে বসে কফি খেতে খেতে, কেউ কারো মুখ চিনতে পারিনি, এবং তবুও আমরা একে অপরকে প্রচন্ড বিশ্বাস করি। এতটাই বিশ্বাস করি, যে আমরা আমাদের সবচেয়ে মনের গভীরে লুকিয়ে রাখা গোপনীয়তাও নির্বিঘ্নে দুজন দুজনার কাছে প্রকাশ করেছি। 

ততক্ষনে, তিন তলায় আমার হোটেলের কামরার সামনে এসে দাঁড়ালাম। আমার কামরার চাবি তখনো চড়ুই পাখির কাছেই ছিলো। সে, সেই চাবি দিয়েই দরজা খুললো। আমার হৃদপিন্ডের স্পন্দনের গতিও আবার বাড়তে লাগলো। এইটা কি সত্যিই হতে চলেছে?

আমি একটি গভীর শ্বাস নিলাম এবং আমার চরিত্রে প্রবেশ করতে লাগলাম। আমি তার হাতের উপরের বাহুর উপর আলতো করে আঁকড়ে ধরলাম, কিন্তু একটু শক্তি দিয়ে। তারপর বললাম, "চড়ুই পাখি, তুমি নিশ্চই বুঝতে পারছ, যে একবার তুমি যদি এই লক্ষণ রেখা অতিক্রম করেছো, তাহলে সেই মুহূর্ত থেকে তুমি আমারই, তাই না?"

তার চোখ দুটোতে দেখতে পেলাম একটি দুষ্টুমির ঝলক জ্বলে উঠল, আর সে উত্তর দিলো, "ওটাই যে হতে হবে তা নয়। আমি সহজে হার মানি না। আমাকে সহজে কেউ জয় করতে পারে না।

"ঠিক আছে, এই বিষয়টি না হয় আমরা একটু পরেই দেখব।"

তিনি লাজুকভাবে আমার দিকে ঘুরে দাঁড়ালেন, এক মুহুর্তের জন্য আমার দিকে তাকালেন এবং হঠাৎ আমাদের দুজনার ব্যক্তিগত শারীরিক দূরত্বটাকে আরো কমিয়ে দিলেন। আমরা দুজনে একে অপরকে জড়িয়ে চুম্বন দিতে শুরু করলাম।

আমাদের চুম্বন কোনো আবেগের চুম্বন ছিল না; আমাদের চুম্বন লালসায় ভরা চুম্বন ও ছিল না। যদিও উভয় ব্যাখ্যাই ন্যায়সঙ্গত হত। বরঞ্চ, আমাদের চুম্বন ছিল একটি সংবেদনশীল বোঝাপড়ার চুম্বন, একে অপরকে সারাজীবনের শ্রেষ্ঠ উপহার দেওয়ার এক রাতের প্রতিশ্রুতির প্রথম অধ্যায়।

আমরা হোটেল কামড়াটির ভেতরে ঢুকে গেলাম এবং দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে গেলো।

********
[+] 8 users Like dgrahul's post
Like Reply


Messages In This Thread
RE: একটি চড়ুই পাখির অবতরণ - by dgrahul - 17-05-2023, 02:51 PM



Users browsing this thread: 2 Guest(s)