Thread Rating:
  • 20 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romantic Thriller সুলতানার ডায়েরি
#15
বাড়িতে ঢুকতেই বাদশা আর জিমি ঝাঁপিয়ে পড়ল আমার উপর, ভাইয়ার পোষা হাউন্ড, এমনিতে খুবই ভালো একদম লুতুপুতু কিন্তু অচেনা কারো জন্য খুব হিংস্র তখন আমার কথাও শোনেনা। বাড়িতে আম্মুকে বললাম নাস্তার জন্য ভাইয়া টেবিলে বসে খাচ্চিল। আমাকে দেখে কালকে আদির কথাটা জানতে চাইল, এখন সমস্তটা বললে খুব মুশকিল, তাই ইশারায় বলে দিলাম " ছেলেটা একদম খাম হয়নি ঠিক আছে।"
সত্যি বিষয়টা অদ্ভুত কেমন করে এতোটা আঘাত সহ্য করল বোঝায় গেল না। কালকেও আদরের সময় যেন কেমন শরীরের প্রতি কোনো মোহ নেই, অথচ এমন করে আদর করে যেন কত অভিজ্ঞ একজন। আদির কিছু ব্যাপারও অদ্ভুত, তবে বিচার করে দেখলে প্রকৃত পুরুষের মতোই অনুমতি ছাড়া ছুঁয়ে দেখে না অধিকার সুযোগ সব কিছু থাকলেও। হয়তো এখনকার মানুষদের মধ্যে ও আলাদা তাই ব্যাতিক্রম। এসব ভাবতে ভাবতে কখন যে গোসল করে নাস্তা করে অফিস অবধি চলে এসেছি, খেয়াল নেই। 
অফিসে বসেও এসবই ভাবছিলাম, হঠাৎ আব্বুর ফোন এল। আদির অফিস যেতে হবে। ওদের কাজের জায়গাটা অফিসিয়াল ইন্সপেক্ট করে রিপোর্ট দিতে হবে। প্রগ্রেসও দেখতে হবে। সাড়ে বারোটায় আদির অফিস ঢুকলাম। বেশ ছিমছাম। রিসেপশনে বলতেই আদির কেবিন দেখিয়ে দিল। আদি এখানকার ডিজাইন-চিফ এবং এক্সিকিউটিভ হেড। দুটো পদে একজন লোক....তাজ্জব ব্যাপার। যা হোক নক্ করে ভেতরে এলাম। আদি শান্ত ভাবে একজনের কথা শুনছে। আমাকে আসতে দেখে ওকে থামতে বলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল "বলুন মিস. সুলতানা, কিভাবে সাহায্য করতে পারি?"
"সাইট ভিজিট ছিল, আপনাকে আব্বু....."
হ্যাঁ, চলুন। আমি আসছি just 5min know একটু অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে একজন বেশ লম্বা শামবর্ণ মেয়ে আমায় ওয়েটিং রুমে নিয়ে এলো। বেশ সাজানো। 
নমস্কার ম্যাম, আমি রেবতী রায়"
প্রতি নমস্কার করলাম
"আপনার হেল্প লাগলে বলবেন"
"No no , it's ok"
ওকে ম্যাম বলে মহিলা চলে গেল। 
আচ্ছা আমার থেকে কি মেয়েটা সুন্দর, রাতে আদিকে ফোন করেছিল কেন? হয়তো ওকে পছন্দ করে। 
ধ্যাত কি সব ভাবছি......
"চলুন ম্যাডাম"
আদি দরজায় দাঁড়িয়ে ডা কল, পেছনে একটি পরিস্কার মতো ছেলে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে। আদি ওকে কি বুঝয়ে আমার উদ্দেশ্যে বলল " অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য"। 
আমি হেসে আর কিছু বললাম না। আদি ড্রাইভ করছিল। ওর গাড়ি আমি বলতেও ও বলল আমাকে অফিস অবধি নিয়ে আসবে ততক্ষণ অবধি আমি ওর গেস্ট। 
বললাম" আমাকে অফিসে ওতো ফরম্যাল ট্রিট করছিলে কেন?"
"ওটা অফিস, ওখানে তুমি আমার ক্লায়েন্ট"
আর এখন?
বন্ধু!
আচ্ছা? শুধু বন্ধু? আর কিছু না?
"আমি কাল যেটা করেছি, সেটা দুজনের ইচ্ছেতেই কিন্তু রিলেশনটা কতটা সম্ভব আমি জানি না!"
কেন? তুমি অন্য কাউকে?
তোমাকে বললাম না, কাউকে ঠকিয়ে আমি কিছু করি ন।
 আদি তুমি কি আমাকে পছন্দ করো না?
করি, তাই তোমার কাছে এসেছি। 
তাহলে? প্রবলেমটা কিসে?
তোমাকে বলা যাবে না, বললেও তুমি কতটা বিশ্বাস করবে আমি জানি না। 
করব আদি, তুমি বললে আমি বিশ্বাস করবো না এমন ভাব ল
 আমাকে?
[+] 1 user Likes চিত্রক's post
Like Reply


Messages In This Thread
RE: সুলতানার ডায়েরি - by চিত্রক - 17-05-2023, 12:18 AM



Users browsing this thread: 5 Guest(s)