13-05-2023, 09:55 PM
(13-05-2023, 04:19 AM)ray.rowdy Wrote:কলমচি, হয়তো আমি যা বলতে চেয়েছিলাম তা ঠিকমতো বুঝিয়ে বলে ওঠতে পারিনি. ধর-তক্তা-মার-পেরেক গল্পগুলোতে রসের খুব অভাব থাকে. "সুরাজ্পুরে শুরু", "আমার দীপ্তি", "পরমার পরাজয়" "হেরোর ডায়েরী" ইত্যাদি গল্পগুলোকে তোমার কি কখনও মনে হয়েছে যে ওগুলো ধর-তক্তা-মার-পেরেক গোছের গল্প ? ওই গল্পগুলোর লেখার 'treatment' সম্পর্কে তোমার কি ধারণা হয় ? তোমার ভাষার উপর দখল নিয়ে কখনও কোনো সন্দেহ ছিলো না, তোমার ভাষায় মুন্সীয়ানা নিয়ে কখনও কোনো সন্দেহ ছিলো না. আমি মনে করি, তুমি সেই বিরল প্রজাতির শতকরা একেরও কম লেখকদের একজন যাদের ভাষার উপর এতো দখল রয়েছে. হ্যাঁ, তোমার এই উপন্যাসটি জবানবন্দী মূলক লেখা; স্বাভাবিকভাবেই এই ধরণের লেখা নিজের স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে.
তবে কি জানো, আমি যে লেখাগুলোর কথা বললাম আর তুমি বললে যে তুমি পড়েছো, একটা ব্যপার লক্ষ্য করেছো কি ? এই গল্পগুলোর মধ্যে ? এই গল্পগুলোর প্লটে পড়ার সময় কোথাও একটা tension সবসময় রয়েছে, কোথাও একটা suspense রয়েছে - আগে কি হতে যাচ্ছে. Not necessarily, সবাইকে বঙ্কিম-শরৎ-রবীন্দ্রনাথ হতে হবে; সত্যজিৎও তো রয়েছে যে ছোটো-বড়ো অনেক লেখা লিখেছে, ঝরঝরে লেখা - সেগুলো কি সুখপাঠ্য নয় ?
তুমি চাইলে, এমন অনেক ইংরেজী গল্প রয়েছে যা ভাবে সমৃদ্ধ. তুমি সেই প্লট অনুসরণ করে লিখতে পারো. "সুরাজ্পুরে শুরু" সম্পূর্ণ মৌলিক গল্প ছিলো, কিন্তু "আমর দীপ্তি", "পরমার পরাজয়", "হেরোর ডায়েরী" তো ইংরেজী গল্পের অনুসরণে লেখা. এর মধ্যে কয়েকটি তো ভারতীয় লেখকদের লেখা. তাছাড়া ভৌতিক-রহস্য-অভিযান-গুপ্তধন উদ্ধার ইত্যাদি কেন্দ্রিক বিষয়েও তো erotica লিখতে পারো. বাংলায় অনেক ভালো ভালো গল্প রয়েছে যেগুলো অসম্পূর্ণ - সেই প্লট থেকেও লিখতে পারো. আর ইংরেজীতে - তার কথা তো ছেড়েই দিলাম; অনেক মণিমুক্তা রয়েছে. সবাই শচীন-রাহুল থেকে অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলার আশা রাখে, রঞ্জিতে কি করলো না করলো তা নিয়ে মাথা ঘামায় না; কেননা তারা ওই পর্যায়ের খেলোয়াড়. তাই তোমার কাছ থেকে তো সেই ধরণের লেখারই আশা করা হবে, তাই কি না ? উপরের গল্পগুলো কি ধরণের readership-এর চুড়োয় পৌঁছে গিয়েছিলো তুমি তা নিজেও জানো. তোমার লেখার একটা readership তৈরী হয়ে গেলে, তোমার পাঠকপ্রিয়তা অনেক বেড়ে যাবে, তাতে কোনো দ্বিমত নেই. আর তোমার দ্বারা ওই ধরণের রচনা কোনো অসম্ভব ব্যাপার নয়.
তুমি যে গল্পগুলোর কথা বলেছো সেগুলো সম্পর্কে আমি বলিনি। ওগুলো বাংলা ইরোটিক সাহিত্যের মূল্যবান সম্পদ। তবে ফোরামে আমি এমন অনেক লেখা পড়েছি যেগুলোর সাহিত্য মূল্য তেমন না থাকলেও পাঠক অনেক, সাড়াও অনেক বেশি। তাই এটা লেখা শেষ করার পর আর লিখবো কিনা ভাববো।