09-05-2023, 01:39 PM
(09-05-2023, 08:48 AM)Bumba_1 Wrote: এই আপডেট মাধুরী নির্ভর হলেও, সব আলো কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী .. এ কথা অনস্বীকার্য। আমি পেটুক মানুষ .. তাই আপডেট জুড়ে সব্জির বড়া, সিঙ্গারা, ফিশ চপ .. এইসবের উল্লেখ দেখে আমি যারপরনাই খুশি। তবে সুমন আলেয়ার কাছ থেকে কি চাইছে বা চাইতে চলেছে এটা না জানা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিনা। সব মিলিয়ে দুর্দান্ত একটি পর্ব উপহার পেলাম আমরা।
প্রেমিক হিসেবে বৌদির কাছে সময়ে অসময়ে তুমি কি আবদার করতে?? সেটাতেই উত্তর লুকিয়ে থাকতে পারে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।