07-05-2023, 08:26 PM
পাপিয়া লেকচার সেশন শেষ করে আমার কেবিনে এলো '' কাজল চা খাওয়াবে ? '' '' নিশ্চই '' আমি আর্দালিকে ডেকে চা দিতে বললাম সাথে কিছু স্ন্যাক্স , আর্দালি চলে গ্যালো দুজনেই চুপ করে আছি '' পাপিয়া আমার একটা রিকোয়েস্ট ছিল '' '' বলো '' '' আমি কি একবার প্রাঞ্জলের সাথে মিট করতে পারি ?'' '' অবশ্যই পারো ইন ফ্যাক্ট ও কাল অব্দি আমার বাড়িতেই আছে সামার ভেকেশনে এসেছে পরশু সানডে ওকে হোস্টেলে পৌঁছতে হবে আজই চলো তোমার ছেলেকে দেখে নাও '' '' থ্যাংকস পাপিয়া '' আর্দালি চা আর বিস্কিট দিয়ে গ্যালো চেয়ে চুমুক দিয়ে পাপিয়া 'আহঃ ' করে উঠলো তারপর বললো '' উফফফ আমার আজকের সেশনটা এতক্ষন চললো মাথাটা ধরে গিয়েছিলো চা'টা খুব দরকার ছিল '' আমার হাতটা ছিল টেবিলের ওপরে পাপিয়া আমার হাতের ওপরে হাতটা রাখলো আমি তার ওপরে আমার অন্য হাতটা রেখে আলতো চাপ দিলাম '' জানো কাজল আমি কতদিন ধরে অপেক্ষায় আছি এই দিনটার জন্য ফাইনালি আজ আমার সন্তানকে তার বাবা দেখবে '' '' চলো বেরোই তোমার গাড়ি ছেড়ে দাও আমার গাড়িতেই চলে যাই '' সেইমতোই পাপিয়া আমার গাড়িতে উঠলো রাস্তা বলে দিলো ড্রাইভারকে রাস্তা থেকে একটা বড়ো চকোলেটের বাক্স কিনে নিলাম ওর বাড়ির সামনে গিয়ে যত ওর ঘরের দরজার দিকে এগোচ্ছি আমার বুকটা ঢিপঢিপ করছে খুব নার্ভাস লাগছে পাপিয়া আমার দিকে তাকিয়ে বোধহয় বুঝলো আমার হাতটা ধরে আলতো চাপ দিয়ে মুচকি হেসে বললো '' কি হলো নার্ভাস লাগছে ? আমি আছি তো '' দরজায় নক করলো দরজা খুললো পাপিয়ার পিছনে ছিলাম ওর কাঁধের ওপর দিয়ে দেখলাম প্রথম আমার ছেলে প্রাঞ্জলকে পাপিয়া ঘরে ঢুকে আমায় বললো '' এসো ভেতরে এসো আচ্ছা পরিচয় করিয়ে দিই এটা আমার ছেলে প্রাঞ্জল ওর ডাকনাম বিল্টু '' আমি বললাম '' হাই প্রাঞ্জল '' '' আর বিল্টু এটা আমার একটা বন্ধু আমরা একসাথে কাজ করি কাজল আঙ্কল '' '' হাই আঙ্কল '' আমি ওর হাতে চকোলেটের বক্সটা দিয়ে বললাম '' আমি তোমার সাথেই দেখা করতে এসেছি একচুয়ালি তোমার মায়ের কাছে আমি খুব ঋণী ও আমার জন্য অনেক কিছু করেছে যদিও আমি ওর চেয়ে বয়সে অনেক বড়ো তবুও আমি মনে করি সি ইজ আ গ্রেট উওম্যান '' আড়চোখে দেখলাম পাপিয়া চোখের জল মুছলো | অনেকক্ষন প্রাঞ্জলের সাথে কথা বললাম বেশ বুদ্ধিমান ছেলে পড়াশোনায় বেশ ভালোই তবে ওর ( লিগ্যাল ) বাবার প্রতি কোনো ভালো ধারণা নেই ওর জগৎ ওর মেক ঘিরেই , এর মধ্যে পাপিয়া চেঞ্জ করে এলো একটা সুন্দর আকাশনীল কামিজ আর সেম কালারের লেগিংস পরে আমার জন্য চা নিয়ে এলো চা খেয়ে বাড়ি যাওয়ার জন্য ওঠার আগে প্রাঞ্জলকে আমার পার্সোনাল ফোন নম্বর দিয়ে এলাম আর বললাম '' তুমি আমায় ফোন করলে ভালো লাগবে '' '' আমি ফোন করবো আঙ্কল তোমায় খুব ভালো লেগেছে আমার মা যখন হোস্টেলে দেখা করতে আসে তুমি সময় পেলে এসোনা মায়ের সাথে '' '' নিশ্চই চেষ্টা করবো আবার দেখা হবে গুড নাইট '' '' গুড নাইট আঙ্কল '' পাপিয়া আমায় সি'ওফ করতে আমার সাথে লিফটে উঠলো আমার হাতটা ধরে বললো '' দেখলে কাজল তোমার রক্তের টান তোমায় হোস্টেলেও যেতে ইনভাইট করলো '' লিফটের দরজা বন্ধ হলো আমি পাপিয়ার ঠোঁটে একটা আলতো চুমু দিয়ে বললাম '' থ্যাংকস ফর এভরিথিং '' পাপিয়ার চোখটা নামিয়ে নিলো , ওর ঠোঁটে হালকা হাসির ছোঁয়া | গাড়িতে উঠে বাড়ির দিকে চললাম কিছুক্ষন পরেই চিত্রাদির ফোন '' বলো চিত্রাদি কি খবর ?'' '' কিরে সালা দেখলি নিজের ছেলে কে ?'' '' হুমম তুমি দেখেছো ওকে ?'' '' বহুবার ইনফ্যাক্ট আমি ওকে দেখে তো চমকে গিয়েছিলাম এতো মিল হয় ? '' '' হুমম '' '' মন ভালো তো ?'' '' হ্যাঁ কেন বলোতো হঠাৎ ? '' '' আর একটা গুড নিউজ দিই নেক্সট মন্থ থেকে তুই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হচ্ছিস তোর প্রমোশন হয়েছে '' '' ওয়াও দারুন খবর পাপিয়াকে বলি '' '' আমি বলেছি ওকে ওর'ও প্রমোশন হয়েছে ইস্টার্ন ডিভিশনের ডিরেক্টর হলো ও '' '' গুড '' | বাড়িতে পৌঁছতে পৌঁছতে মোবাইলে কংগ্র্যাচুলেশনের বন্যা বয়ে গ্যালো , বাড়ি পৌঁছলাম রাত প্রায় দশটায় , বাবাই মা শর্মিলা তিনজনেই খেতে বসেছিল খবরটা দিলাম সবাই খুশি হলো মা একটু বেশিই আমি বললাম '' আজ খুব চাপ গ্যাছে আমি একটু স্নান করবো শর্মিলা তুমি আমার খাবারটা ওপরে নিয়ে এসো '' আমি ঘরে গিয়ে জামাকাপড় ছেড়ে স্নান করে ভদকার একটা বোতল নিয়ে বসলাম , কয়েক মিনিট পরেই শর্মিলা এসে একটা প্লেটে কাজুবাদাম দিয়ে বললো '' তাড়াতাড়ি শেষ করে খেয়ে নিন দাদাভাই '' আমি ওকে পশে বসতে বললাম ও বসলো |