06-05-2023, 10:43 PM
(06-05-2023, 10:02 PM)Baban Wrote: বাহ্ এই তো গল্প একটু একটু করে আসল জায়গায় এগিয়ে যাচ্ছে। তবে সব মানলাম কিন্তু অমন বুদ্ধিমান একজন মহিলার অমন চণ্ডাল রাগ শুধু নয়, একগুঁয়ে ভাব আর রাগের চোটে বাচ্চাটাকে বার করে দেওয়া মেনে নেওয়া যায়না। মা রাগ করবে এটাতো স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই একটা কারণে এমন কান্ড করলো ওটা কষ্ট দিলো। তবে এটাও ঠিক ঐটা না হলে তো আবার....... যাকগে।
তবে শেষের অংশের শেষ লাইনে এসে মুচকি হাসতেই হলো দাদা। যতই উন্নত লেখন শৈলী হোক না কেন মানব মস্তিস্ককে শেষ পর্যন্ত সেই ভুল কাজটা ভাবতেই হয়। অনিচ্ছা সত্ত্বেও এমন সব লাইনের সৃষ্টি করতে হয় যা গসিপির পাতার জন্য একেবারে যোগ্য কিন্তু জীবনের পাতায় একেবারে বিপরীত। তবু গল্পের খাতিরে বলবো ওই শেষ লাইনটা অনেককেই একটা দুস্টু কাতুকুতু দেবেই দেবে।
হারজিন্দার বাবুর আবার বৌদিকে সোয়াদিষ্ট লেগেছে। মানে বৌদির হাতের রান্না আর তার মিষ্টি মন। কে জানে...... মনে জায়গা করতে আর ভাবীজির স্বাদ নিতে থুড়ি হাতের রান্নার স্বাদ নিতে আবার না হাজির হন
দুর্দান্ত
এই ফোরামে যখন লিখছি তখন লেখনী যতই উন্নত মানের হোক না কেন, দুষ্টুমি তো আনতেই হবে। তা না হলে লেখার কোনো মূল্যই থাকবে না তবে নন্দনা আদৌ বুদ্ধিমতী, নাকি অত্যন্ত সরল সাদাসিদে এবং বোকা .. সেটা পরের পর্বগুলোতেই বোঝা যাবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ