06-05-2023, 10:29 PM
(03-05-2023, 02:41 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:
নোটিশ করার জন্য অনেক ধন্যবাদ ভায়া। আমার বাড়ীতে একসময় রেমিঙটন 800 মডেলের বাংলা টাইপরাইটার ছিল। আমার দাদু ব্যবহার করতেন। ছোটবেলায় এটা আমার কাছে একটা বিশাল আশ্চর্যের বিষয় ছিল। কাগজ ঢোকালেই সাথে সাথে ছাপা হয় বেরোয়! পরবর্তীকালে যখন আমাদের বাড়ী পাল্টানো হয় তখন এই বাংলা টাইপরাইটারটা দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে যায়! নইলে হয়তো সরাসরি টাইপরাইটারে টাইপ করা চিঠিই দিতে পারতাম। যাইহোক, এখানকার এক পাঠকের সাথে আমার হোয়াটস অ্যাপেও কথা হয়। উনাকে সম্প্রতি আমি যোগাযোগ করে একটা রেমিঙটন 800/850 মডেলের বাংলা টাইপরাইটার যোগাড় করতে বলি। ভদ্রলোকের বহু সূলুক সন্ধান জানা থাকলেও শেষ অবধি তিনি যোগাড় করতে ব্যর্থ হন তবে তিনি রেমিঙটন 800/850 মডেলের কাছাকাছি একটা টাইপফেস বা ফন্ট যোগাড় করতে সমর্থ হন। যেহেতু আমি রেমিঙটনের প্রথম দিকের মডেলগুলোর ভুল ভ্রান্তি গুলো জানতাম সেহেতু উনি প্রায় একই আদলের একটি ডিজিটাল টাইপফেস যোগাড় করে দেন যেটিতে রেমিঙটনের প্রায় সব ভুল গুলো রয়েছে। কিন্তু যেহেতু সেটি ইউনিকোড সাপোর্টেড নয় ফলে একটি স্পেশ্যাল সফটওয়্যারেই শুধু ওই টাইপফেস কাজ করে। যে কারণে, উনি আমার পাঠানো টেক্সটটা টাইপ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এ ইমেজ ফরম্যাটে পাঠান আমি সেটা একটা চার ভাঁজে ভাঁজ করে কাগজে বসিয়ে দিই। তুমি যে খুঁটিনাটি নজর করেছো তার জন্য অনেক ধন্যবাদ। ঐ ত্রুটি থাকতো না যদি অ্যাডোবে ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়ে সেটা পারফেক্ট করার চেষ্টা করতাম। কিন্তু দ্বিতীয় পর্বের পর থেকেই পাঠকদের অনেকে হালনাগাদ জলদি করার কথা বলেন ফলে ওই ত্রুটি আর দূর করার সময় পাই নি। ভেবে রেখেছি উপন্যাস শেষ হলে ওই ত্রুটিও দূর করে দেব। এই গল্পে রেমিঙটনের টাইপরাইটারের ভূমিকা অনেকটা তাই ওটাকে এড়ানো যায় নি।
যাক, তোমার গল্প ভাল লাগছে ওটাই আমার সবচেয়ে বড় পাওনা। পরের পর্বে আবার পায়ের ধুলো দিতে ভুলে যেও না যেন।
যা করেছো, যতটা করেছো ওটাই অনেক। আসল হলো লেখাটা। সেখানে তো পুরো ছক্কা হাকিয়ে বসে আছো। আর ওই সামান্য ব্যাপারটা আমার চোখেও খুব বড়ো ব্যাপার নয়। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ঐদিকে কিন্তু আরেক বৌদির জন্য ঠাকুরপোর পাগল পাগল অবস্থা। খেয়াল রেখো।