05-05-2023, 08:57 PM
একটা জীর্ণশীর্ণ মাদুর পেতে তাতে বসা পচুই বইয়ের রঙিন ছবিতে মজে আছে। মন দিয়ে দেখে যাচ্ছে হরেক রকমের রঙের বিভিন্ন পাখি, মাছ, পশু আর ফলের ছবি। একেকবার একেকটা করে ছবি দেখছে আর সেটার নাম কি জানার জন্য মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। লক্ষ্মীর যেগুলো চেনা আছে সেগুলোর উত্তরই দিতে পারছে বাকি গুলো এড়িয়ে যাচ্ছে। কিন্তু পচুই তো নাছোড়বান্দা তার সবগুলোর নাম জানা চাই, সেটা নিয়েই মায়ের সাথে হালকা বিবাদ হচ্ছে। লক্ষ্মীরই বা কি করার আছে তার দৌড় যে অব্দি সেটুকু সে চলে এসেছে, কিন্তু ছেলেকে বুঝ দিবে কি করে?
অনেকদিন বাদে আবারও ফিরে আসলাম গল্পটা নিয়ে, তৈরী হয়ে গিয়েছে পরবর্তী আপডেট। আগামীকাল রাতে আসবে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন...