02-05-2023, 10:12 PM
যেমন ডিটেলিং, তেমনি বুনোট আর সম্পূর্ণ লেখন শৈলী নিয়ে কি আর বলবো আলাদা করে? ওই টাইপরাইটার এর ডিটেলিংটা দারুন। আর সেটাকে আরও আকর্ষক করে তোলে তোমার এডিট করা ছবিটা। কাগজের ভাঁজটা পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু ওই ভাঁজ অনুযায়ী যদি লেটার গুলো আরেকটু বেঁকা হতো তাহলে মাইরি বলছি সবাই ভাবতো এই লেখক হয়তো সত্যিই কোনো এমন কাগজের সন্ধান পেয়েছেন। এখানে ভাঁজের ওপর দিয়ে সোজা চলে গেছে কয়েকটা অক্ষর। তবে সেটা কোনো ব্যাপারই নয়। ওতো বেশি খাটনির কোনো মানেই হয়না। আমি ওসব নিয়ে মাথা ঘামাই বলে ওটা আমার চোখে পড়লো নয়তো ওতো এক্স রে নজরে কেউ তাকাবেই না।
তবে মানতেই হবে তোমার সৃষ্টি ভায়া। তা সে অক্ষর গুলোই হোক বা চিত্র গুলি। উফফফফ সাংঘাতিক! সত্যিই যেন কোনো বিখ্যাত গোয়েন্দা চরিত্রর নতুন অভিযানের সাক্ষী হচ্ছি আমরা। শুধুমাত্র যে যে মুহূর্তে অবৈধ কামনার অংশ এবং ভালোবাসার মানুষের সংস্পর্শে আসার মুহুর্ত গুলো আসছে তখন মনে পড়ছে ইনি নতুন এক গোয়েন্দা যে চোর ধরতেও জানে আবার আদর করতেও জানে। ❤
জিতে রাহো লেখক বাবু।
তবে মানতেই হবে তোমার সৃষ্টি ভায়া। তা সে অক্ষর গুলোই হোক বা চিত্র গুলি। উফফফফ সাংঘাতিক! সত্যিই যেন কোনো বিখ্যাত গোয়েন্দা চরিত্রর নতুন অভিযানের সাক্ষী হচ্ছি আমরা। শুধুমাত্র যে যে মুহূর্তে অবৈধ কামনার অংশ এবং ভালোবাসার মানুষের সংস্পর্শে আসার মুহুর্ত গুলো আসছে তখন মনে পড়ছে ইনি নতুন এক গোয়েন্দা যে চোর ধরতেও জানে আবার আদর করতেও জানে। ❤
জিতে রাহো লেখক বাবু।