02-05-2023, 06:37 PM
(02-05-2023, 05:40 PM)Chandan1 Wrote: where is Jupiter10? I was a regular reader of his stories. He will never return to this forum? He was your friend. Do you know anything about that?
উনি তো এই ফেরাম ছেড়ে চলে যান নি .. রয়েছেন তো! উনি তো আমার buddy list এ আছেন, তাই আমি অনলাইন হলে, উনি কখন অনলাইনে এসেছেন .. সেটা আমি দেখতে পাই। যখন এই মন্তব্য করছি, তার ১৫ মিনিট আগেই উনি অনলাইনে ছিলেন। তবে হ্যাঁ উনি এই ফোরামে লেখা বন্ধ করে দিয়েছেন এ কথা ঠিক।
পূর্ব পরিচিত হলে আলাদা কথা। কিন্তু এই virtual world এ বিশেষ করে যেখানে সবাই নিজের পরিচয় গোপন রাখে এবং প্রায় সবাই ছদ্মনামে লেখে (দু-একজন ছাড়া), সেখানে কেউ কারোর বন্ধু হয় না চন্দন ভাইয়া (হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে)। তবে আমি উনার লেখার প্রতিভাকে খুবই সম্মান করি। আমার ধারণা উনিও আমার সৃষ্টিকে সম্মান করেন।
যেহেতু আমি 'অজাচার' গল্প পড়ি না, তাই ওনার লেখা পড়ার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। তবে একবার কেউ রিপোর্ট করে উনার মহর্ষিদের নিয়ে লেখা একটা পোস্ট মুছে দিয়েছিলো। সেই সময় উনি ওই পোস্টের বিশেষ কিছু অংশ তুলে আমাকে মেসেজ করে লিখেছিলেন .. এই কাজটা আদৌ যুক্তিযুক্ত হয়েছে কিনা! আমি সেই সময় ওই কয়েকটা লাইন পড়েই বুঝে গিয়েছিলাম, উনি কত বড় মাপের লেখক। উনার চলে যাওয়ায় উনার কোনো ক্ষতি হয়নি। উনি অন্য জায়গায় নিশ্চয়ই লিখবেন/লিখছেন। কিন্তু ক্ষতি হলো এই ফোরামের .. এ কথা অনস্বীকার্য।
যেদিন ওনার এই ফোরাম ত্যাগ করার খবর পেলাম, সেদিন উনার থ্রেডে আমি যেটা লিখেছিলাম, কতকটা সেই কথাই এখানে বলছি। আমরা লেখক, আমাদের উচিৎ রাজনীতি না করে নিজের সৃষ্টিতে মন দিয়ে পাঠকদের মনোরঞ্জন করা।
এই কাজটাই আমি করে থাকি। আমাকে তো অনেকের ভক্তরা কোনো কারন ছাড়াই হূল ফোটাতে আসে, নাম না করে আবার কখনো নাম করে অপমানজনক কথা বলে। আমি কি এই সবে কোনোদিন রিয়্যাক্ট করেছি? নাকি সেই সব মন্তব্যের উত্তর দিয়েছি? আমি শুধু সৃষ্টি করে গেছি এবং যাচ্ছি। শুধু এটাই প্রার্থনা করবো উনি আরও নাম করুন, উনার লেখাগুলি আরও বিখ্যাত হোক।